Kumbh Mela: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন বছর। নতুন বছরে পুণ্যার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সংবাদ। এই জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ মেলা। একটি সম্পর্কে সকলেই অবগত, এই জানুয়ারি মাসেই পৌষসংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে ধুমধাম এর সঙ্গে পালন করা হয় গঙ্গাসাগর মেলা। বহু পুণ্যার্থীর ভিড় চোখে পড়ে এই মেলাতে। তেমনি একটি মেলার প্রস্তুতি চলছে জোরকদমে, তবে সেটি এই বাংলায় নয় বাংলার বাইরে।
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে বাংলার বাইরে এমন কোন মেলা রয়েছে যার জন্য এত ধুমধাম আয়োজন? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে কুম্ভমেলা (Kumbh Mela)। প্রায় ১২ বছর বাদে এখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে। জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে এই মেলা এবং চলবে টানা ৪৫ দিন। আপনিও কি এই পুণ্য লগ্নে স্নান করতে চান? তাহলে বিশেষ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে।
কুম্ভমেলাতে (Kumbh Mela) লক্ষ লক্ষ ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। সকলেই মনের ইচ্ছাপূরণের জন্য এখানে উপস্থিত হয়ে থাকেন। এই মেলাতে যাওয়ার আগে কোন কোন জিনিস ব্যাগে রাখতে হবে চলুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। যদি সাথে শিশু থাকে তাহলে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। শিশুকে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়াতে হবে এবং ভিড়ের মধ্যে যদি হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কুম্ভমেলাতে যাবার আগে অবশ্যই বাড়িতে একটি ছোট মেডিকেল কিট তৈরি করে নিন।
আরও পড়ুন:Trains for Kumbh Mela: সামনেই কুম্ভমেলা, ঘোষণা এক গুচ্ছ স্পেশ্যাল ট্রেন
কি কি জিনিস রাখতে হবে ঐ কিটে? অবশ্যই রাখতে জ্বর, সর্দি – কাশি এবং পেট খারাপের ওষুধ। যখনই কোন জায়গায় যাবেন অবশ্যই সাথে রাখবেন নিজের পরিচয়পত্র। কুম্ভমেলায় (Kumbh Mela) যাবার আগে নিজের আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবকিছুই সাথে রাখতে হবে। যদি চান ডিজিলকারেও এই গুরুত্বপূর্ণ নথি রেখে দিতে পারেন। এইসব মেলায় প্রচুর সন্ন্যাসীরা উপস্থিত হন এবং এদের মাঝখানেই লুকিয়ে থাকে বহু অসাধু ব্যক্তি। কখনোই এইসব জায়গায় নিজের মূল্যবান জিনিস অর্থাৎ সোনা, রূপা কিংবা অন্যান্য কোন জিনিস নিয়ে যাবেন না। এমনকি কাছে থাকা টাকা পয়সাও খুব সাবধানে রাখতে হবে।
মহাকুম্ভ মানে প্রচুর লোকের সমাগম, যেখানে প্রচুর লোক একসাথে জড়োভাবে সেখানে নোংরা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সবসময় চেষ্টা করবেন নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার। এইসব জায়গায় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত জরুরী। প্রয়োজনে নিজস্ব কিট সাথে রাখতে পারেন। কাছে রাখবেন সাবান, শ্যাম্পু, স্যানিটাইজার এবং তোয়ালে। তাই চলতি বছরে যদি পরিকল্পনা থাকে কুম্ভমেলায় যাওয়ার তাহলে এই সমস্ত বিষয় অবশ্যই মাথায় রাখবেন।