১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে ‘বুলবুল’, সাত জেলার সব স্কুলে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : বারংবার দিক পরিবর্তন করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। মহাসমুদ্র থেকে অতিশক্তি সঞ্চয় করে নিজের আসল রূপ ধারণ করে ভূভাগের দিকে এগিয়ে চলেছে ‘বুলবুল’। যদিও বারবার দিক পরিবর্তনের ফলে এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি কোথায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আর সেই ঘূর্ণিঝড়ের তান্ডব থেকে পশ্চিমবঙ্গ রেহাই পাবে না এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্ক যেহেতু একটা রয়ে গেছে সেইহেতু আগামী শনিবার রাজ্যের সাত জেলার সমস্ত স্কুলের ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি যদি এই ঘূর্ণিঝড় যদি রাজ্যে আছড়ে পরে, তার মোকাবিলায় প্রশাসনিকভাবে সমস্ত রকম সর্তকতামূলক ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, শনিবার ও রবিবার বেশ কিছু দপ্তরের ছুটি বাতিলও করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।

বর্তমানে এটি কলকাতা থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। বাংলাদেশ উপকূল থেকে রয়েছে ৪০০ কিলোমিটার দক্ষিণে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ‘বুলবুল’ আরও ঘণীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৩৫ কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বুলবুলের।


বুলবুলের বর্তমান অবস্থান

সতর্কতা হিসেবে যে সব জেলার সমস্ত স্কুলের ছুটি দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলার নাম। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।