শুধু বন্দে ভারত, শতাব্দী নয়, যাত্রীদের সুবিধায় লোকাল ট্রেনেও আসছে এই পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন ভারতের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। মানুষের ব্যাপক এই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। রেল পরিষেবার যেমন চাহিদা রয়েছে সেই রকমই রেলের তরফ থেকেও এই রেল পরিষেবাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা সবসময় চালানো হয়।

Advertisements

যাত্রীদের সুরক্ষা স্বাচ্ছন্দ দেওয়ার জন্য ভারতীয় রেল যেমন বন্দে ভারত এক্সপ্রেসের মত অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন চালু করেছে, ঠিক সেই রকমই আগে থেকেই রয়েছে প্রিমিয়াম ট্রেন হিসাবে শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস। এই সকল ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি যেভাবে নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় তাও উল্লেখযোগ্য।

Advertisements

এই সকল ট্রেনের যাত্রী সুরক্ষার পাশাপাশি এবার প্রতিটি ট্রেনে যাত্রী সুরক্ষায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সকল প্রিমিয়াম ট্রেনে যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে বা হচ্ছে সেই রকমই সাধারণ এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেনেও ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে। এই কাজের জন্য ভারতীয় রেল একটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী জানা যাচ্ছে, ৭০৫ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দি, রাজধানী, দুরন্ত এই সকল ট্রেনে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে নজরদারি চালানোর পাশাপাশি EMU এবং DMU ট্রেনের প্রায় ১৪ হাজার ৩৮৭টি কোচে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এমনকি জানা যাচ্ছে ইতিমধ্যেই ২৯৩০ টি কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই সকল ক্লোজ সার্কিট ক্যামেরা একেবারে উন্নত এবং আধুনিক প্রযুক্তির। এই ক্যামেরার মাধ্যমে সহজেই প্রত্যেকের মুখ শনাক্ত করা সম্ভব। এই সকল ক্যামেরায় রয়েছে হাই রেজোলিউশনের এবং অত্যাধুনিক প্রযুক্তি।

Advertisements