নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বিশ্বের অর্থনীতি সংকটের মধ্যে। সংকট ভারতীয় বাজারেও। এমত অবস্থায় ব্যাঙ্ক থেকে বিভিন্ন আমানতকারীর সংস্থায় সুদের হার কমেছে। তবে Post Office-এর POMIS স্কিম অর্থাৎ Post Office Monthly Income Scheme-এ টাকা জমা করে আমানতকারীরা ৬.৬% সুদ পেতে পারেন।
Post Office Monthly Income Scheme (POMIS)-এ বিনিয়োগের জন্য আমানতকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে। এই প্রকল্পে কমকরে ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪,৫০,০০০ টাকা বিনিয়োগ করা যায়। প্রকল্পটি প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য খুবই ফলদায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ স্বামী ও স্ত্রীর যৌথ অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। একজন নাবালকের নামে এই অ্যাকাউন্ট করা যেতে পারে। সে ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ ৩ লক্ষ টাকা। এই অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমানতকারীকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
এই প্রকল্পের মেয়াদ ৫ বছরের জন্য। নির্দিষ্ট সময়ে পূরণ করা হলে সুদ পাওয়া যাবে ৬.৬%, যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি। তবে সময়ের আগেও টাকা তোলা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমানতকারীর কিছুটা লোকসান হবে।
প্রকল্প শুরু করার পর এক বছরের মধ্যে টাকা তোলা যায় না। ৩ বছরের মধ্যে টাকা তুললে ৩% কেটে নেওয়া হয়। ৩ থেকে ৫ বছরের মধ্যে টাকা তুললে ১% কেটে নেওয়া হবে।
এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীকে প্রমাণপত্র হিসেবে দিতে হয় যেকোনো সরকারি পরিচয় পত্রের প্রমাণ, দুটি পাসপোর্ট ছবি। পাশাপাশি প্রয়োজন হয় একজন নমিনির নাম।