নিজস্ব প্রতিবেদন : সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান আইডল সিজনের প্রতিযোগিতার মধ্যে অন্যতম বাংলার বনগাঁও-এর অরুনিতা কাঞ্জিলাল। প্রথম থেকে অরুনিতার পারফরম্যান্স দেখে বাঙ্গালীদের মনে আশা ছিল হয়তো তিনি হবেন এবারের বিজয়ী প্রতিযোগী। যদিও শেষমেষ সেই যাত্রায় উত্তরাখণ্ডের পবনদীপের কাছে পরাজয় স্বীকার করে নিতে হয়। তবে রানার্সআপ হয়েও একাধিক ক্ষেত্রে ইতিমধ্যেই সুযোগ মিলতে শুরু করেছে তার। ইতিমধ্যেই হাতে এসেছে বলিউডে কাজের সুযোগ।
অরুনিতা কাঞ্জিলালের সাথে গানের সম্পর্ক আজ নতুন নয়। বহুদিন ধরেই তিনি এই গানের সাথে জুড়ে রয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যেই পারফরম্যান্স করেছেন। তবে সম্প্রতি ইন্ডিয়ান আইডলে তিনি সকলের আলাদাভাবে নজর কাড়েন।
অরুনিতা কাঞ্জিলাল ২০০৪ সালে বনগাঁওয়ে মেয়ে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স মাত্র ১৭ বছর। তার মা নিজেও একজন গায়িকা এবং তার মায়ের ইচ্ছা থেকেই গানের জগতে পা রাখা তার। মায়ের ইচ্ছাতেই মাত্র চার বছর বয়স থেকে তিনি ক্লাসিকাল সংগীতের চর্চা শুরু করেন। চর্চা শুরু হয় তার কাকার কাছে। পরে তিনি পুনের গুরু রবীন্দ্র গাঙ্গুলীর কাছে ট্রেনিং নিয়ে নিজেকে মঞ্চের জন্য প্রস্তুত করেন।
ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণের আগেই ২০১৩ সালে তিনি টেলিভিশনের সঙ্গে তার সফর শুরু করেন। সেই সময় তিনি অংশগ্রহণ করেছিলেন ‘সারেগামাপা লিটল চ্যাম্প’-এ। জি বাংলার গানের এই রিয়েলিটি শোতে তিনি সেই বার বিজয়ী হয়েছিলেন। এক বছর পর ২০১৪ সালে ফের একবার এই শোতেই অংশগ্রহণ করেন তিনি। সেবার সেরা পাঁচ জনের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এর পরেই তিনি মোনালি ঠাকুর এর কাছে গান শেখার সুযোগ পান। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পারফরম্যান্স শুরু করার পাশাপাশি শুরু হয় নিজের ইউটিউব চ্যানেল।
এর পরেই ইন্ডিয়ান আইডল সিজন ১২-তে অংশগ্রহণ করেন তিনি। আর সেখানে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষমেষ তাকে উত্তরাখণ্ডের পবনদীপের কাছে হার স্বীকার করতে হয়। তবে ইতিমধ্যেই অরুনিতা হিমেশ রেশমিয়ার একটি ভিডিওয় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এমনকি বলিউড পরিচালক করণ জোহর তার গান শুনে তাকে তার ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।