নিজস্ব প্রতিবেদন : প্রেসক্রিপশনে ডাক্তারের লেখা পরামর্শ অথবা ওষুধের নাম এতটাই অপাঠ্য হয়ে থাকে যে তা উদ্ধার করতে দোকানদারদের পর্যন্ত হিমশিম খেতে হয়। এটা গল্প নয়। একাধিক রোগীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ লেখা হয়েছে ‘duodil’ খিঁচুনির ওষুধ, কিন্তু আনা হয়েছে ‘daonil’ মধুমেহর ওষুধ। এই সকল ঘটনার ফলে রোগীর মৃত্যুর ঘটনাও নজরে এসেছে।
তবে প্রেসক্রিপশনে পরামর্শ অথবা ওষুধের নাম লেখার ক্ষেত্রে এইভাবে অপাঠ্য ভাসায় কোনভাবেই লিখতে পারেন না চিকিৎসকেরা। কারণ প্রেসক্রিপশন লেখা নিয়ে রয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিজস্ব গাইডলাইন। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার এমন গাইডলাইন তৈরি করার নেপথ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চিলুকুরি পরমাথমা। যিনি হায়দ্রাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন, প্রেসক্রিপশনে পরিষ্কার হাতের লেখা লিখতে হবে চিকিৎসকদের এই দাবীতে।
এরপরই গাইডলাইন প্রকাশ করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ২১১ (২) ২০১৬ এথিক্স/১৩১১৮। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, প্রেসক্রিপশনে চিকিৎসকদের পরিষ্কার ভাবে লিখতে হবে। জড়িয়ে পেঁচিয়ে লেখা যাবে না এবং লেখা বড় হাতের হতে হবে। এমনকি এটাও উল্লেখ করা হয়েছে এই গাইডলাইনে, প্রেসক্রিপশনে ব্যবহার করা কালি চিরস্থায়ী হতে হবে। এমনকি জলে ধুয়ে গেলেও তা যেনো না ওঠে।
তবে এই ঘটনা শুধু ভারতবর্ষ অথবা পশ্চিমবঙ্গের নয়। বিশ্বজুড়েই চিকিৎসকদের মধ্যে প্রেসক্রিপশন লেখা নিয়ে এমন নানান অভিযোগ রয়েছে। এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের এমন কাজ চিকিৎসায় অবহেলার মধ্যেই পড়ে। প্রেসক্রিপশনে হাতের লেখা খারাপ থাকার পরিপ্রেক্ষিতে আমেরিকার ইনস্টিটিউট অফ মেডিসিনের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়। যে সমীক্ষায় জানা যায়, প্রতিবছর ভুল চিকিৎসার জন্য গড়ে ৪৪ হাজার রোগীর মৃত্যু হয়ে থাকে। যাদের মধ্যে আবার ৭ হাজার রোগীর মৃত্যু হয়েছে কেবলমাত্র প্রেসক্রিপশন পড়তে না পারার কারণে।
এই সমীক্ষার দিকে নজর রাখলে স্বাভাবিকভাবেই তা আঁতকে দেওয়ার মতো। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য কোন সমীক্ষা করা হয়নি। তবে একথা অনস্বীকার্য, দেশজুড়ে চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখা নিয়ে রয়েছে ত্রুটি। তবে আবার চিকিৎসকদের অনেকেই জানিয়েছেন, অজস্র রোগীর চাপে চিকিৎসকদের ধীরে ধীরে প্রেসক্রিপশন লেখা সম্ভব হয়ে ওঠেনা। এই সমস্যা মিটবে তখনই যখন সমস্ত প্রেসক্রিপশন ডিজিটাল ফর্মে লেখা হবে।