Indian Railways Premium Tatkal: রেলের প্রিমিয়াম তৎকালে টিকিট হবে কনফার্ম, কখন কাটতে হয়, খরচ কত?

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনে চড়ে হঠাৎ কোথাও যেতে হবে। আগে থেকে টিকিট বুকিং করা নেই। এদিকে আবার সংরক্ষিত সিট ফাঁকাও নেই। উপায় একমাত্র তৎকাল টিকিট (Indian Railways Tatkal)। তবে তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রে যেমন কষ্ট পোহাতে হয় ঠিক সেই রকমই আবার কনফার্ম হবে কিনা তা নিয়েও সন্দেহ থাকে। এমন জরুরী পরিস্থিতি থেকে যাত্রীদের কনফার্ম টিকিট দেওয়ার জন্য রেল চালু করেছে প্রিমিয়াম তৎকাল (Indian Railways Premium Tatkal)।

Advertisements

রেলের তরফ থেকে দীর্ঘদিন ধরেই প্রিমিয়াম তৎকাল ব্যবস্থা চালু করা হলেও অনেকেই রয়েছেন যারা রেলের এই নতুন ব্যবস্থা সম্পর্কে জানেন না। এছাড়াও কখন প্রিমিয়াম তৎকাল থেকে টিকিট বুকিং করা যায়? খরচ কত হয়? টিকিট কনফার্ম হয় কিনা ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে আমরা আজ রাখতে চলেছি।

Advertisements

প্রিমিয়াম তৎকাল টিকিটের খরচ : সাধারণ তৎকাল টিকিটের ক্ষেত্রে রেলের তরফ থেকে নির্দিষ্ট একটি ভাড়া রাখা হয়। কোন ট্রেনের টিকিট বুকিং করছেন তার ওপর ভিত্তি করে সেই ভাড়া ধার্য করে থাকে রেল। সাধারণ তৎকাল টিকিটের ভাড়া এমন কিছু বেশি হয় না যা যাত্রীদের জন্য খুব একটা কষ্টের হয়ে থাকে। তবে প্রিমিয়াম তৎকাল টিকিটের ভাড়া ডায়নামিক প্রাইসের উপর নির্ভর করে। এক্ষেত্রে প্রথম দিকে টিকিট বুকিং করার সময় ভাড়া কম থাকলেও টিকিট যত শেষ হতে শুরু করে ততই ভাড়া বৃদ্ধি পায়। তবে আবার ভাড়া একেবারেই যে ইচ্ছেমতো হয় তা নয়। প্রিমিয়াম তৎকাল টিকিটের জন্য মূলত রেল অতিরিক্ত খরচ হিসাবে সর্বোচ্চ ৪০০ টাকা অথবা মূল ভাড়ার ৩০% নিয়ে থাকে।

Advertisements

প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করার সময় : প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করার জন্য রেলের তরফ থেকে আলাদা কোনো সময় দেওয়া হয় না। অন্যান্য তৎকাল টিকিট বুকিংয়ের জন্য যে সময় রয়েছে সেই রকমই প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এসি ক্লাসের জন্য সকাল ১০টা এবং নন এসি ক্লাসের জন্য সকাল ১১টায় টিকিট বুকিং চালু হয়। সুতরাং তৎকাল টিকিট বুকিং করার জন্য যে সময় যাত্রীরা টিকিট বুকিং করে থাকেন, সেই সময়েই প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করতে পারবেন।

আরও পড়ুন ? Indian Railways Rules: না জেনে, না বুঝে অমান্য করে ট্রেনে চড়েন অনেকেই, রেলের নিয়মে হয় জরিমানা থেকে শাস্তি

টিকিট কনফার্ম হওয়ার গ্যারান্টি কতটা : যে সকল যাত্রীরা প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করেন তাদের টিকিট কোনরকম আরএসি বা ওয়েটিং লিস্টে যায় না। রেলের তরফ থেকে প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করা হলে সরাসরি কনফার্ম টিকিট দেওয়া হয়।

প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করার পদ্ধতি : তৎকাল টিকিট বুকিংয়ের জন্য যে সময় নির্ধারণ করা হয়ে থাকে সেই সময় আইআরসিটিসির ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে কোটা অপশনের মধ্যেই প্রিমিয়াম তৎকাল অপশন পাওয়া যায়। এছাড়াও রেলের টিকিট কাউন্টারে গিয়েও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করা যেতে পারে।

Advertisements