নিজস্ব প্রতিবেদন : গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে রাজ্যের মহিলা ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, মাসে মাসে ৫০০ অথবা ১০০০ টাকা করে দেওয়া হবে হাত খরচের জন্য। সাধারণ সম্প্রদায়ের মহিলারা মাসে পাবেন ৫০০ টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পাবেন ১০০০ টাকা করে।
এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের উদ্বোধন করেছেন তাহলো লক্ষ্মীর ভাণ্ডার। আগামী ১৬ আগস্ট থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ শুরু করা হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে এই নির্দিষ্ট সময়ে চলা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। আবেদন করার পর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই টাকা প্রদান করা শুরু হয়ে যাবে।
আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র
যেসকল মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের আবেদন করার সময় দিতে হবে একটি রঙিন পাসপোর্ট ছবি, স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তপশিলি জাতি অথবা উপজাতি সম্প্রদায়ের হলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যানসেলড চেক এবং অন্য কোন নথি থাকলে তা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না
এই প্রকল্পের সুবিধা সেই সকল মহিলারা পাবেন না যারা ইনকাম ট্যাক্স জমা দেন, কোন সরকারি চাকরি করেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অথবা পেনশনভোগী, রাজ্য সরকারের তরফ থেকে অন্য কোন খাতে ভাতা পেয়ে থাকেন এমন মহিলারা।