নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেশের অধিকাংশ মানুষ যে জীবন বীমা সংস্থার উপর ভরসা রাখেন তার নাম হলো LIC। এই সংস্থার বিভিন্ন পলিসি রয়েছে। তবে এরই মধ্যে একটি পলিসি রয়েছে যেটিতে আজীবন পাওয়া যাবে পেনশন।
এলআইসির তরফ থেকে গত বছর পয়লা জুলাই চালু করা হয় সরল পেনশন প্রকল্প। এটি হলো এলআইসির একক প্রিমিয়াম, তাৎক্ষণিক, বার্ষিক স্কিম। এই প্রকল্পের আওতায় পলিসি করার ক্ষেত্রে গ্রাহকরা অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই নিজেদের পলিসি করতে পারবেন।
এই পলিসির আওতায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বামী অথবা স্ত্রীর নাম রাখা যায়। আবার এই পলিসি চালু হওয়ার ছয় মাস পর থেকে ঋণের সুবিধাও মিলতে পারে।
এলআইসির এই পলিসির মধ্য দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য গ্রাহকদের মাসে অন্ততপক্ষে ১০০০ টাকা করে জমা করতে হবে। একইভাবে কেউ চাইলে ত্রৈমাসিক হিসেব অনুযায়ী একসঙ্গে তিন হাজার টাকা জমা করতে পারবেন। এই পলিসির আওতায় জমা টাকার পরিমাণের উপর নির্ধারিত সময়ের পর প্রতি মাসে মাসে পাওয়া যাবে পেনশন। পেনশনের পরিমাণ ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে জমা টাকার উপর।
এই পলিসির ক্ষেত্রে দুটি অপশন রয়েছে গ্রাহকদের জন্য। প্রথম অপশন হলো গ্রাহক নিজে আজীবন পেনশন পাবেন এবং তার মৃত্যুর পর নমিনিভুক্ত ব্যক্তিকে ১০০% ফেরত দেওয়া হবে। দ্বিতীয় অপশন হিসাবে রয়েছে দ্বিতীয় ব্যক্তি আজীবন পেনশন পাবেন এবং তার মৃত্যুর পর নমিনিভুক্ত ব্যক্তিকে ১০০% ফেরত দেওয়া হবে। এই পলিসি কেনার ক্ষেত্রে টাকার কোন উর্ধ্বসীমা নেই এবং ৪০-৮০ বছর বয়সীরা এই পলিসি কিনতে পারবেন।