ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, বাকিরা কে পেলেন কোন দফতরের মন্ত্রিত্ব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার সদস্যরা অর্থাৎ ৪৩ জন বিধায়ক রাজভবনে শপথ নিলেন। নতুন মন্ত্রিসভায় নতুন মুখ আনতে গিয়ে বেশ কয়েকজন পুরাতন মন্ত্রীর নাম বাদ পড়ে। যাদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের প্রাক্তণ কৃষিমন্ত্রী বীরভূমের রামপুরহাটের আশিস বন্দোপাধ্যায়।

Advertisements

তবে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে জানান, ‘আশিস বন্দোপাধ্যায়কে ডেপুটি স্পিকার করা হচ্ছে।’ এর পাশাপাশি নির্মল ঘোষ হচ্ছেন চিফ হুইপ, তাপস রায় হচ্ছেন ডেপুটি চিফ হুইপ এবং পার্থ ভৌমিক ও অসীমা পাত্রকে রাজ্যের বিশেষ দায়িত্ব দেওয়া হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে সকল মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এদিন শপথ নিলেন তারা কোন মন্ত্রীত্বের দায়িত্ব পেলেন চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

১) মমতা বন্দ্যোপাধ্যায় : মুখ্যমন্ত্রীর পাশাপাশি সামলাবেন স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দপ্তর, কর্মীবর্গ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তর।

Advertisements

২) সুব্রত মুখার্জি : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্রী।

৩) পার্থ চট্টোপাধ্যায় : পূর্ণমন্ত্রী শিল্প ও বানিজ্য, তথ্য ও প্রযুক্তি এবং সংসদ বিষয়ক।

৪) অমিত মিত্র : অর্থ, যোজনা ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী।

৫) সাধন পান্ডে : ক্রেতা বিষয়ক, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী।

৬) জ্যোতিপ্রিয় মল্লিক : বনদপ্তর ও অচিরাচরিত শক্তি দপ্তর।

৭) বঙ্কিমচন্দ্র হাজরা : সুন্দরবন বিষয়ক মন্ত্রী।

৮) মানস ভুঁইয়া : জল অনুসন্ধান বিষয়ক দপ্তর।

৯) সৌমেন মহাপাত্র : সেচ ও জল পরিবহন দপ্তর।

১০) মলয় ঘটক : আইন ও বিচার ব্যবস্থা বিষয়ক দপ্তর।

১১) উজ্জ্বল বিশ্বাস : কারা দপ্তর অর্থাৎ কারা মন্ত্রী।

১২) অরূপ বিশ্বাস : বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর।

১৩) অরূপ রায় : সমবায় দপ্তর।

১৪) রথীন ঘোষ : খাদ্য ও গণবণ্টন দপ্তর।

১৫) ফিরহাদ হাকিম : পরিবহন এবং আবাসন দপ্তর।

১৬) চন্দ্রনাথ সিনহা : ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর।

১৭) শোভন দেব চট্টোপাধ্যায় : কৃষি দপ্তর।

১৮) ব্রাত্য বসু : শিক্ষা দপ্তর।

১৯) পুলক রায় : পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিষয়ক দপ্তর।

২০) শশী পাঁজা : মহিলা ও শিশু কল্যাণ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তর।

২১) মহঃ গুলাম রব্বানি : সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর।

২২) বিপ্লব মিত্র : কৃষি বিপনন দপ্তর।

২৩) জাভেদ আহমেদ খান : বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর।

২৪) স্বপন দেবনাথ : প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর।

২৫) সিদ্দিকুল্লাহ চৌধুরি : মাস এডুকেশন এবং লাইব্রেরী দপ্তর।

২৬) সুজিত বসু : দমকল ও জরুরী পরিষেবা দপ্তর।

এছাড়াও বাকি তালিকা

[aaroporuntag]
নতুন এই মন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরাতন একাধিক মন্ত্রী রাখলেও তাদের বেশিরভাগ দপ্তরের দায়িত্ব রদবদল করেছেন।

Advertisements