রাজ্যে চালু হচ্ছে মেট্রো, টোকেন বন্ধ থাকাকালীন অনলাইনে ই-পাস পাওয়ার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ২৩শে মার্চ থেকে বন্ধ রয়েছে রাজ্যে মেট্রো পরিষেবা। আর এরপর আনলক পর্যায়ের চতুর্থ ধাপে মেট্রো পরিষেবা চালু করার সম্মতি পাওয়ার পর কীভাবে মেট্রোর ভিড় নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে চালু হবে মেট্রো পরিষেবা সেই নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।

আগামী রবিবার অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর NEET পরীক্ষার দিন সকাল ১০টা থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা। সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা মিলবে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। তবে মেট্রো চালু হলেও টোকেন ব্যবস্থা থাকছে না। বরং লাগবে ই-পাস। এছাড়াও স্মার্টকার্ড ব্যবহার করেও মেট্রোতে চড়া যাবে।

অনলাইনে মেট্রোর এই ই-পাস পাওয়ার পদ্ধতি

বর্তমান পরিস্থিতিতে ই-পাসের মেট্রো যাত্রীদের যেতে হবে https://pathadisha.com/metro/ লিঙ্কে। সেখানে একটি পেজ খুলবে যেখান থেকে যাত্রীকে আগে থেকে ‘জার্নি স্লট’ বুক করতে হবে। বুক করা হলে এক ঘণ্টার জার্নি স্লটের জন্য যাত্রীর ফোনে ই-পাস চলে আসবে। যে ই-পাসে যাত্রীর মেট্রো পরিষেবার সময়, যাত্রা পথ সব লেখা থাকবে, পাশাপাশি যাত্রীর নামও লেখা থাকবে।

১২ ঘণ্টা আগে থেকেও মেট্রোর এই ই-পাস বুকিং করা যাবে। মেট্রো স্টেশনে কলকাতা পুলিশ প্রথমে ই-পাস দেখবে, তারপর লাইনে দাঁড়িয়ে স্মার্টকার্ড ব্যবহার করে মেট্রোয় ঢুকতে হবে।

সোম থেকে শনিবার মেট্রো পরিষেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। যাঁদের স্মার্টকার্ড নেই তাঁরাও এই ই-পাস সংগ্রহ করে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন। তার পর সংগ্রহ করতে পারবেন স্মার্টকার্ড। যে সমস্ত যাত্রীদের কাছে ইতিমধ্যে স্মার্টকার্ড রয়েছে তারা তাদের স্মার্ট কার্ডের বজায় রাখতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করতে হবে। রিচার্জ করা যাবে অনলাইনে।