নিজস্ব প্রতিবেদন : আয়করদাতাদের সুবিধার্থে আয়কর দপ্তর নতুন ওয়েবসাইট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত মতো ৭ জুন থেকে চালু হচ্ছে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইট লঞ্চ হয়ে যাওয়ার পর আয়করদাতাদের www.incometax.gov.in ওয়েবসাইটে নিজেদের যাবতীয় কাজ করতে হবে। এই নতুন ওয়েবসাইটটি আনার সাথে সাথে ৭টি বিশেষ সুবিধা পাবেন আয়করদাতারা বলে জানা যাচ্ছে।
১) নতুন ওয়েবসাইটে ইনকাম ট্যাক্স দেওয়ার সময় কোন ফর্ম ফিলাপ করতে হবে না। পরিবর্তে কতকগুলি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেই সকল প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই রিটার্ন জমা হয়ে যাবে। অর্থাৎ ফর্ম ফিলাপ করার মত ঝামেলা থেকে মুক্তি।
২) এর আগে পর্যন্ত আয়কর জমা দেওয়ার সময় আয়করদাতাকে তাদের প্রতিটি ব্যাঙ্কের স্টেটমেন্ট যাচাই করতে হতো। বড় সমস্যার এই কাজটি আর এখন থেকে করতে হবে না। নতুন এই ওয়েবসাইট ব্যাঙ্ক থেকেই সমস্ত তথ্য নিয়ে নেবে। শুধু আয়কর জমা দেওয়ার সময় তার চোখ বুলিয়ে দেখে নিতে হবে।
৩) শেয়ার কেনার ক্ষেত্রে ডিভিডেন্ট ইনকাম আগে থেকেই ওয়েবসাইটে থাকবে। বেচার ক্ষেত্রে লাভ বা লোকসানের হিসাব দেওয়ার ব্যবস্থা রয়েছে ওয়েবসাইটে।
৪) আয়করে ছাড় পাওয়া যায় এমন বিনিয়োগ আগে থেকেই ওয়েবসাইটে থাকবে। যেমন বিমা, পিপিএফের মতো তথ্য।
৫) করদাতাদের সাহায্যের জন্য থাকবে চ্যাটের সুবিধা। যেখানে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবেন এক্সিকিউটিভ। এছাড়াও থাকবে FAQs, ভিডিও, যেখান থেকে করদাতারা তাদের অসুবিধার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
৬) নতুন এই পোর্টাল ছাড়াও এই পোর্টালের ক্ষেত্রে নতুন একটি অ্যাপ্লিকেশন আনা হচ্ছে। অর্থাৎ নিজেদের স্মার্টফোন থেকেও এই কাজ করতে পারা যাবে অতি সহজে।
৭) নতুন এই পোর্টালে অনলাইন ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। পেমেন্ট করার জন্য UPI, নেট ব্যাঙ্কিং, RTGS/NEFT ইত্যাদি সুবিধা যোগ করা হয়েছে।