নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি নতুন ধরনের গ্যাস সিলিন্ডার। নতুন ধরনের এই রান্নার গ্যাস সিলিন্ডার স্মার্ট রান্নার গ্যাস সিলিন্ডার অথবা Composite Cylinder নামে পরিচিত। রান্নার নতুন ধরনের এই গ্যাস সিলিন্ডারের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যে সকল বিশেষত্বের কারণে নতুন ধরনের রান্নার গ্যাস সিলিন্ডার বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে ইতিমধ্যেই।
১) ইন্ডিয়ান অয়েলের এই নতুন রান্নার গ্যাস সিলিন্ডারে তিনটি লেয়ার দেওয়া হয়েছে। পাশাপাশি এই গ্যাস সিলিন্ডারের বাইরে রয়েছে এইচডিপিই জ্যাকেট।
২) পুরাতন গ্যাস সিলিন্ডারের তুলনায় নতুন ধরনের এই গ্যাস সিলিন্ডার প্রায় অর্ধেকের বেশি হালকা। আপাতত এই গ্যাস সিলিন্ডার ৫ কেজি এবং ১০ কেজি এই দুই ধরনের ওজনে উপলব্ধ হয়েছে।
৩) এই গ্যাস সিলিন্ডারের আস্তরণ ট্রান্সপারেন্ট। অর্থাৎ বাইরে থেকে বোঝা যাবে সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস বেঁচে রয়েছে। পাশাপাশি বোঝা যাবে রান্না করার সময় কতটা গ্যাস খরচ হল।
৪) এই গ্যাস সিলিন্ডারের বডি স্টিলের হওয়ার কারণে এতে মরচে পড়ার সম্ভাবনা নেই। এই গ্যাস সিলিন্ডার স্মার্ট কিচেনের জন্য বেশ মানানসই।
৫) ওজনে হালকা হাওয়ায় যখন তখন বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডার লাগানোর ক্ষেত্রে কষ্ট অনেকটাই কম হবে এই নতুন গ্যাস সিলিন্ডারে। এর পাশাপাশি সিলিন্ডার গ্যাসের পরিমাণ আগে থেকে জানতে পারায় যথাসময়ে নতুন গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে।
তবে নতুন ধরনের এই গ্যাস সিলিন্ডার আপাতত দিল্লি, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, ফরিদাবাদ এবং লুধিয়ানার মত শহরে আনা হয়েছে। আগামী দিনে দেশের সর্বত্র এই গ্যাস সিলিন্ডার আনার লক্ষ্য রয়েছে সংস্থার। এই স্মার্ট গ্যাস সিলিন্ডার কেনার জন্য গ্রাহকদের ৫ কেজির ক্ষেত্রে ২১৫০ টাকা এবং ১০ কেজির ক্ষেত্রে ৩৩৫০ টাকা খরচ করতে হবে বলে জানা যাচ্ছে।