নিজস্ব প্রতিবেদন : ৮ মাসের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর উইনার হয়েছেন পবনদীপ। ফাইনালে পাঁচ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এই খেতাব জিতে নিয়েছেন। এই মঞ্চে বিজয়ী হওয়ার দরুন তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকা নগদ, একটি বিলাসবহুল গাড়ি, ইন্ডিয়ান আইডলের বিজয়ী ট্রফি। আর এর সাথে সাথেই জুটেছে দেশের অজস্র মানুষের ভালোবাসা ও সমর্থন।
পবনদীপের ছোটবেলা থেকেই গানের প্রতি যথেষ্ট আগ্রহ তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। পবনদীপ শুধু একা নন তাঁর পরিবারের সদস্যরাও গান চর্চার সাথে যুক্ত। বাবা সুরেশ রাজনও একজন সংগীতশিল্পী। আর তার হাত ধরেই পবনদীপের গানের জগতে হাতেখড়ি।
পবনদীপ ২০১৫ সালে ভয়েস অফ ইন্ডিয়া রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন এবং পুরস্কার স্বরূপ পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা, ট্রফি, একটি মারুতি অলটো কে টেন কারের চাবি এবং ইউনিভার্সাল মিউজিক কোম্পানির সঙ্গে একটি চুক্তিপত্র। আর সেই চুক্তিপত্র অনুযায়ী ২০১৫ সালেই পবনদীপের প্রথম গানের ভিডিও ইয়াকিন রিলিজ হয়েছিল।
এর পাশাপাশি ভয়েস অফ ইন্ডিয়া পবনদীপকে উত্তরাখণ্ডের ইয়ুথ ব্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে। পরের বছর আরুন হারুন রশিদের সাথে যৌথভাবে একটি মিউজিক অ্যালবামে গান করেন তিনি। যে মিউজিক অ্যালবামটির নাম হল ছোলিয়র। এর পরেই সরাসরি বলিউডে পা রাখেন পবনদীপ। ২০১৭ সালে ‘রোমিও অ্যান্ড বুলেট’ সিনেমায় তার গান ছিল ‘তেরে লিয়ে’।
তবে শুধু বলিউড নয়, টলিউডেও তিনি গান গেয়েছেন। দেব এবং রুক্মিণী অভিনীত ‘কিডন্যাপ’ সিনেমায় ওই ডাকছে আকাশ গানটি পবনদীপের গাওয়া। পবনদীপ গান ছাড়াও বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট বাজাতেও পারেন সুন্দরভাবে। সেই সকল ইন্সট্রুমেন্টের মধ্যে কি-বোর্ড, ড্রাম, তবলা, গিটার অন্যতম।