Paytm ব্যবহার করে ১ লক্ষ টাকা অব্দি ধারে জিনিসপত্র কেনার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ভারতের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় মাধ্যম হল Paytm। আর এই সংস্থা বারংবার গ্রাহকদের সামনে নানান ধরনের সুযোগ-সুবিধাযুক্ত পরিষেবা তুলে ধরেছে। ঠিক তেমনই একটি সুবিধা হল PAYTM POSTPAID, যার মাধ্যমে আগে ৬০ হাজার টাকা পর্যন্ত জিনিসপত্র কেনা যেত ধারে, এখন তা বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। তবে এই PAYTM POSTPAID পরিষেবা ব্যবহার করার জন্য কতকগুলি শর্ত মানতে হবে গ্রাহকদের। চলুন দেখে নেওয়া যাক সে সকল শর্ত ও ব্যবহারের পদ্ধতি।

কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে PAYTM POSTPAID পরিষেবা?

পেটিএমের এই পরিষেবা ব্যবহার করা যাবে মুদিখানা থেকে শুরু করে যেখানেই ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রয়েছে। এছাড়াও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ব্যবহার করতে পারবেন Reliance Fresh, Haldiram, Apollo Pharmacy, Domino’s, Tata Sky, Pepperfry, Spencer’s, HungerBox, Patanjali ইত্যাদির ক্ষেত্রেও। এছাড়াও পেটিএমের নিজস্ব মল Paytm Mall-এও ব্যবহার করা যাবে পেটিএম-এর এই POSTPAID পরিষেবা।

PAYTM POSTPAID পরিষেবায় কি কি সুবিধা রয়েছে

পেটিএম তাদের POSTPAID পরিষেবা বেশ কয়েক মাস আগেই নিয়ে এসেছে। তবে এই পরিষেবা আগে ৬০ হাজার টাকা পর্যন্ত ধারে কেনাকাটা করা যেত। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে তিন রকম ভাগ রয়েছে। যেমন Lite, Delite ও Elite। Lite ফিচারে রয়েছে ২০ হাজার টাকা পর্যন্ত ধারে কেনাকাটার সুযোগ। Delite ও Elite ফিচারে রয়েছে ১ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটার সুযোগ।

পেটিএম-এর এই POSTPAID পরিষেবার সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের NBFC থেকে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। KYC ছাড়া আর কোন ডকুমেন্টের প্রয়োজন হয়না।

কিভাবে ব্যবহার করবেন এই POSTPAID পরিষেবা

PAYTM POSTPAID পরিষেবা ব্যবহার করার জন্য অবশ্যই গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট থাকতে হবে। পেটিএম অ্যাকাউন্ট থাকলে অ্যাপের মধ্যেই POSTPAID নামে পরিষেবাটি দেখতে পাওয়া যাবে। তারপর সেখানে PAYTM POSTPAID পরিষেবা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার সময় আপনার ক্রেডিট স্কোর দেখে নেবে সংস্থা। তার জন্য আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্যান কার্ড নম্বর ও জন্মতারিখ লিখতে হবে।

ধারে জিনিস কেনার পর পেমেন্ট করার নিয়ম

PAYTM POSTPAID এর মাধ্যমে ধারে জিনিসপত্র কেনার পর গ্রাহককে প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে বকেয়া সমস্ত টাকা পেমেন্ট করে দিতে হবে। পাশাপাশি গ্রাহককে PAYTM POSTPAID পাসবুক আপডেট করে নিতে হবে।