পোর্টেবল অক্সিজেন Concentrators কি, যা আনা হচ্ছে করোনা মোকাবিলায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে প্রায় ৩১ লক্ষ সক্রিয় করোনা রোগী। যাদের মধ্যে অধিকাংশ বাড়িতে রয়েছেন হোম আইসোলেশনে। আর এই সকল রোগীদের অক্সিজেন সঙ্কটে জীবন বাঁচাতে পারে পোর্টেবল অক্সিজেন Concentrators। রোগীদের জীবনের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই পোর্টেবল অক্সিজেন Concentrators আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই পিএম কেয়ার থেকে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন Concentrators আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন হল এই পোর্টেবল অক্সিজেন Concentrators এর দাম কত এবং এগুলি কিভাবে কাজ করে?

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পোর্টেবল অক্সিজেন Concentrators গুলি আমদানি করার সাথে সাথে দেশের রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড থেকে ৭১৩টি পিএসএ প্ল্যান্ট এবং ৫০০ নতুন প্রেসার স্যুইং অ্যাডজর্পসেন অক্সিজেন প্ল্যান্ট কেনার অনুমতি দিয়েছে। এইসকল প্রতিটি যন্ত্র আগামী দিনে দেশের করোনা মোকাবিলায় সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে পরিগণিত হবে।

Advertisements

পোর্টেবল অক্সিজেন Concentrators এর দাম ২০ হাজার টাকা থেকে শুরু। করোনা রোগীদের শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫% এর নিচে নেমে গেলে ওই রোগীকে জীবন দেওয়ার জন্য অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে দীর্ঘক্ষণ দেশের বিভিন্ন এলাকায় অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে সেই সময় এই সকল পোর্টেবল অক্সিজেন Concentrators গুলি রোগীদের অক্সিজেন দেওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করবে।

Advertisements

[aaroporuntag]
এই যন্ত্রটির কাজ হলো পরিবেশ থেকে অক্সিজেন শুষে নেওয়া। তারপর সেই অক্সিজেন যন্ত্রের মধ্যে থাকা কন্টেনারের মধ্যে রাখা। অক্সিজেন প্রয়োজন এমন রোগী প্রয়োজনমতো রেগুলেটর ঘুরিয়ে কম বেশি অক্সিজেন নিতে পারবেন। এই যন্ত্রটি বিদ্যুতে চলে এবং জলের প্রয়োজন হয়। যে কারণে এই দুটি জিনিসের খেয়াল রাখতে হয়। তবে একমাত্র চিকিৎসকের পরামর্শেই এই যন্ত্র ব্যবহার করা যায়।

Advertisements