দিনে মাত্র ৫০ টাকা জমা, মিলবে ৩৫ লক্ষ টাকা, জানুন এই স্কিম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মানুষ নিজেদের প্রতিদিনের জীবনযাপন করার জন্য যেমন রোজগার করেন, ঠিক তেমনি আবার সঞ্চয় করার জন্য রোজগার করেন। প্রতিদিনের খরচ থেকে বাঁচিয়ে তারা সঞ্চয় করে থাকেন ভবিষ্যতের জন্য। সঞ্চয় করার ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা ব্যাংকে টাকা জমা করতে ভালোবাসেন, আবার অনেকেই রয়েছেন যারা পোস্ট অফিসে।

অন্যদিকে যারা পোস্ট অফিসে টাকা জমা করে থাকেন তারা ব্যাংকের তুলনায় পোস্ট অফিসকে বেশি ভরসা করেন এবং সেখানে অনেক বেশি সুবিধা পাওয়ার কারণেই পোস্ট অফিসে টাকা রাখার দিকে ঝুঁকেন। কারণ পোস্ট অফিসের অনেক ক্রিম রয়েছে যেগুলিতে ব্যাংকের তুলনায় সুদ অনেক বেশি পাওয়া যায়।

সেরকমই পোস্ট অফিসের একটি স্কিম রয়েছে যাতে প্রতিদিন মাত্র ৫০ টাকা করে জমালে মিলতে পারে ৩৫ লক্ষ টাকা। পোস্ট অফিসের এমন অভিনব স্কিমটির নাম হল ‘Gram Suraksha Scheme’। এই স্কিমে কম ঝুঁকিতে যেমন টাকা সঞ্চয় করা যায় ঠিক তেমনি কম সঞ্চয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও এই স্কিম পোস্ট অফিসের অন্যতম উল্লেখযোগ্য স্কিম।

১৯ থেকে ৫৫ বছর বয়সি যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারেন। এই স্কিমে মিনিমাম সাম ইনস্যুরেড থাকে ১০,০০০ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে। কোন বিনিয়োগকারী চাইলে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক অথবা বার্ষিক হিসাবেও এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

তবে বিনিয়োগকারীদের মনে রাখতে হবে এই স্কিমে একবার বিনিয়োগ করলে অন্ততপক্ষে তিন বছর চালাতে হবে। তিন বছরের আগে সারেন্ডার করা যাবে না। তবে নির্দিষ্ট সময়ের আগে সারেন্ডার করলে বিনিয়োগকারী কোন সুদ পাবেন না। সুদের পরিমাণ এবং হিসাব অনুযায়ী যদি কোন ব্যক্তি ১৯ বছর বয়সে এই প্রকল্পের আওতায় টাকা জমা করতে শুরু করেন এবং মাসে মাত্র ১৫১৫ টাকা জমা করেন তাহলে তার বয়স যখন ৫৫ বছর হবে সেই সময় তিনি ৩১ লক্ষ ৬০ হাজার টাকা পাবেন।