নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হলো। প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। যাদের মধ্যে পুরুষ ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। পাশাপাশি রয়েছেন ১,৫৯০ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
নতুন ভোটার হিসাবে নাম সংযুক্ত হয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩ টি। একইভাবে ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যাটা প্রায় ৬ লক্ষ। আর এত সংখ্যক নাম বাদ পড়ার কারণে বহু মানুষের মধ্যে প্রশ্ন তার নামটি বাদ পড়েনি তো! সাধারণত সমস্ত কিছু ঠিক থাকলে নাম বাদ পড়ে না। তবে অনিচ্ছাকৃত ভুল হতেই পারে। আর এই সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার পর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা সহজেই দেখা যায় অনলাইনে। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
পদ্ধতি
ভোটার লিস্টে নিজের নাম ঠিকঠাক রয়েছে কিনা তা দেখার জন্য নাগরিকদের যেতে হবে ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.nvsp.in/)।
সেখানে হোম পেজের মধ্যে থাকা ‘Search in Electoral Roll’ অপশনে ক্লিক করতে হবে। খুলে যাবে একটি নতুন পেজ।
নতুন পেজে আপনি আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা দেখে নিতে পারবেন। নাম খোঁজার জন্য দুটি বিকল্প রয়েছে। একটি বিকল্প হলো ‘Search by Details’ এবং অন্যটি হলো ‘Search by EPIC No.’। এখন আপনার যে বিকল্প সুবিধাজনক মনে হয় সেই বিকল্প বেছে নিতে পারেন।
EPIC নম্বর থাকলে অবশ্যই EPIC নম্বর দিয়ে খোঁজা সহজ হবে। তবে হাতের কাছে EPIC নম্বর না থাকলে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা দেখে নিতে পারবেন সহজেই।