ঘর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, আসবে না ইলেকট্রিক বিল, এসে গেল নয়া AC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর মার্চ মাসের শুরু থেকেই দেশজুড়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। এপ্রিলে সেই তাপমাত্রা আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। লাগাতার তাপপ্রবাহ চলে। বর্তমানে মাঝেমধ্যে কালবৈশাখী ও বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কম হলেও স্বস্তি নেই। দিনভর গুমোট গরম নাজেহাল অবস্থা করছে মানুষকে।

Advertisements

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে এখন অধিকাংশ মানুষ AC-র দিকে ঝুঁকছেন অথবা AC কেনার পরিকল্পনা করছেন। যাদের অঢেল টাকাপয়সা তাদের তো আর কোন চিন্তা নেই। চিন্তা কেবল মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারগুলির। কারণ তারা এসি কেনার স্বপ্ন দেখলেও ইলেকট্রিক বিল নিয়ে চিন্তায়। তবে এবার এমন এক এসি এসে গেল যাতে এক ফোঁটা আসবেনা ইলেকট্রিক বিল।

Advertisements

ইলেকট্রিক বিল ছাড়া এসি চালানোর ব্যবস্থা ভারতে আগে থেকেই রয়েছে। এগুলি হল সোলার চালিত এসি। সোলার চালিত এই এসি ব্যবহার করলে একফোঁটা ইলেকট্রিক বিল আসবে না। সোলার এসি অন্যান্য সাধারণ এসির মতই কাজ করে। পাশাপাশি এই ধরনের এসিতে আরও বেশি পাওয়ার অপশন থাকে অন্যান্য এসির তুলনায়।

Advertisements

একটি সাধারণ এসি কেবলমাত্র বিদ্যুতে চলে। কিন্তু এই ধরনের সোলার এসি তিনটি মাধ্যমে চলতে সক্ষম। এই ধরনের সোলার এসি সোলার পাওয়ার, সোলার ব্যাটারি ব্যাঙ্ক এবং ইলেকট্রিসিটি গ্রিডের সাহায্যে। এত সুবিধা থাকতেও এই এসির প্রচলন সেইভাবে নেই। কিন্তু কেন এর প্রচলন সেইভাবে নেই?

মার্কেটে এই এসি উপলব্ধ থাকলেও এর প্রচলন সেইভাবে না থাকার মূল কারণ হল এর দাম। সাধারণ উইন্ডো অথবা স্প্লিট এসির তুলনায় এই ধরনের এসির দাম অনেক বেশি। পাশাপাশি এই ধরনের এসিড প্রচলন খুব একটা না থাকার কারণে মানুষের মধ্যে এই দেশে সম্পর্কে বিশ্বাস অনেকটাই কম। মার্কেট অনুযায়ী জানা যাচ্ছে, এক টন ক্ষমতাসম্পন্ন সোলার এসি প্রায় ৯৯,০০০ টাকা এবং ১.৫ টনের সোলার এসি প্রায় ১.৩৯ লক্ষ টাকায় বিক্রি হয়ে থাকে। তবে দাম বেশি হলেও বিদ্যুতের বিল দেওয়ার ঝামেলা নেই।

Advertisements