২৫০ কিমি বেগের ঝড়েও টলবে না, রাজস্থানের বিশাল শিবমূর্তি সম্পর্কে জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হাত দিয়ে শনিবার রাজস্থানে উন্মোচিত হয় সুউচ্চ একটি শিব মূর্তি। এই শিব মূর্তি উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি বলে দাবি করা হচ্ছে। ৩৬৯ ফুট শিবমূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আর পাঁচটি সুউচ্চ স্টাচুতেও তা জায়গা করে নিয়েছে।

Advertisements

উদয়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে এই সুউচ্চ শিবমূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে। তাত পদম নামে একটি সংস্থার তরফ থেকে এই মূর্তি তৈরি করা হয়েছে। ৫১ বিঘা বিস্তৃত এলাকায় একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে এই শিব মূর্তি। এখানকার শিবের মূর্তি ধ্যানমগ্ন। ২০ কিলোমিটার দূর থেকেও এই শিব মূর্তি দেখা যাবে।

Advertisements

দিনের আলোয় এই মূর্তি দূর দূরান্ত থেকে দেখার পাশাপাশি রাতের বেলাতেও স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে। রাতের বেলাতেও যাতে স্পষ্ট ভাবে দেখা যায় তার জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উচু এই শিবমূর্তি দর্শনের জন্য চারটি লিফট, তিনটি সিঁড়ি এবং বিশেষ হলের ব্যবস্থা করা হয়েছে।

Advertisements

বিশাল এই শিবমূর্তি তৈরি করার জন্য সময় লেগেছে ১০ বছর। প্রয়োজন পড়েছে তিন হাজার টন ইস্পাত ও লোহা, আড়াই লাখ ঘন টন কংক্রিট ও বালি। এই মূর্তি ২৫০ বছর অটুট থাকবে বলে দাবি করা হচ্ছে এবং ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইলেও কিছু হবে না।

মূর্তিটি কত কিলোমিটার গতিবেগের ঝড় সহ্য করতে সক্ষম তা পরীক্ষা করে দেখার জন্য অস্ট্রেলিয়ায় এর ডিজাইনের উইন্ড টানেল টেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন জয়প্রকাশ মালি। এর পাশাপাশি পর্যটকরা এখানে এসে যাতে পুরোপুরিভাবে বিনোদনের ভাগীদার হতে পারেন তার জন্য রাখা হয়েছে বাঞ্জি জাম্পিং, জিপ লাইন, গো-কার্ট, ফুড কোর্ট, অ্যাডভেঞ্চার পার্ক এবং একটি জঙ্গল ক্যাফে।

Advertisements