নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিথে’ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তরতরিয়ে বেড়েছে এই গানের জনপ্রিয়তা। আসমুদ্র হিমাচল এই গানের চল বাড়ার পাশাপাশি সেলিব্রিটিরাও এই গানকে নিয়ে একের পর এক রিল ভিডিও বানিয়ে ফেলেছেন।
এই গানের দৌলতেই শ্রীলঙ্কার এই বছর ২৮-এর যুবতী এখন বিশ্বসেরা। এই গানের দৌলতেই এই গায়িকা এখন মাসে হাফ কোটি টাকার বেশি রোজগার করেন। তবে তার এমন ভাগ্য আগে ছিল না। ‘মানিকে মাগে হিথে’ গানটিই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। এই গানই তার মাসিক রোজগার বাড়িয়েছে দশ গুণের বেশি।
‘মানিকে মাগে হিথে’ খ্যাত গায়িকা ইয়োহানি ডি’সিলভা ২০১৯ সাল থেকে ইউটিউবে একের পর এক গান আপলোড করা শুরু করেন। তবে তার ভাগ্যের চাকা ঘোরে ২০২১ সালে। এক গানে সুপারহিট হয়ে যাওয়া এই গায়িকার ব্যাঙ্ক ব্যালেন্স হিংসে করার মতোই। পাশাপাশি তিনি কেবলমাত্র ইউটিউব থেকে যে রোজগার করেছেন তারা খুব তাড়াতাড়ি রেকর্ড গড়তে চলেছে বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইয়োহানি কেবলমাত্র আগস্ট মাসে ইউটিউব থেকে রোজগার করেছেন ৬৯ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা হলো ৫০ লক্ষ ৮১ হাজার ৪৭৭ টাকার এদিক ওদিক। যদিও প্রথমদিকে এই গায়িকার এমন ভাগ্য ছিল না। চলতি বছর মে মাস থেকে তার রোজগার বাড়তে শুরু করে।
ইয়োহানির জুলাই মাসে ইউটিউব থেকে রোজগার ছিল মাত্র ৭.৫২ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকার কিছু বেশি। ইয়োহানির ‘মানি কে মাগে হিথে’ প্রথম ইউটিউবে আপলোড হয় মে মাসে। তবে আপলোড হওয়ার পর এই গানটি সেইভাবে জনপ্রিয়তা পায়নি। কিন্তু জুলাই মাসের শেষের দিকে এবং আগস্ট মাসে এই গানটি ভারত ও বাংলাদেশের ছড়িয়ে পড়ার পর জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। তারপরেই আগস্ট মাসে ইয়োহানির ঝুলিতে আসে এই বিপুল পরিমাণ অর্থ।
তথ্য বলছে গত সাত দিনে সিংহলি এই র্যাপ প্রিন্সেস ইউটিউব থেকে রোজগার করেছেন সাড়ে ৩৫ হাজার ডলার। গত ৩০ দিনে তার রোজগার ৭৭ লক্ষ টাকার বেশি এবং শেষ ৯০ দিনে তিনি রোজগার করেছেন ১ কোটি ২ লক্ষ ৭৭ হাজার টাকার কাছাকাছি।