‘বরকে নিয়ে পালিয়েছে বিধবা’, থানার দ্বারস্থ বৌ

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বালির দুই গৃহবধূর রাজমিস্ত্রির হাত ধরে প্রেমের টানে পালিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবার প্রেমের তবে ঘর ছাড়লো। তবে এবার কোনো মহিলা নয়। পাড়ার এক বিধবা মহিলার সাথে পালালো এক যুবক। অপরদিকে এই অভিযোগ নিয়ে থানায় পুলিশের দ্বারস্থ হলেন ওই যুবকের স্ত্রী।

Advertisements

ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি থানার দক্ষিণপাড়া এলাকার। থানায় দ্বারস্থ হওয়া ওই মহিলা কিন্তু নিজের স্বামীকে দোষ দিতে নারাজ উলটে তিনি এলাকার ওই বিধবা মহিলার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন থানায়। তাঁর দাবি, ওই বিধবা মহিলা তাঁর স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

Advertisements

মহিলার নাম সুতিথি মণ্ডল। তাঁর স্বামী শুভ মণ্ডল এলাকারই বিধবা মহিলা রিমা চৌধুরীর সাথে পালিয়েছেন। ঘটনার বিবরণে সুতিথি দেবী জানিয়েছেন, রিমা দেবীর স্বামী বছর চারেক আগে মারা গিয়েছেন। এগারো বছরের একটি ছেলেও আছে ওই মহিলার।গত ৫ জানুয়ারি সকালে সুতিথি দেবীর স্বামী শুভ কাজের উদ্যেশ্যে বাড়িতে বলে বেরোয় জরুরী নথিপত্র নিয়ে যদিও সারাদিন পেরিয়ে রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি এমনকি স্ত্রীর ফোন পর্যন্ত তোলেননি।

Advertisements

অপরদিকে জানা যায়, রিমার কোনো খোঁজ মিলছে না সারা পাড়ায়। তারপরেই আসল রহস্য সামনে আসে। রিমার বাড়িতে একটি কোর্ট পেপারে সুতিথি দেখতে পান লেখা হয়েছে তাঁর শুভর সাথে সংসার শুরু করার কথা। শুভ যে তাঁর সমস্ত দায়িত্ব নেবে এ কথাও তিনি লিখেছেন ওই পেপারে।

এই লেখা পড়া মাত্রই সুতিথি ভেঙে পড়েন ভীষণভাবে। তাঁর দাবি, তাঁর বাড়িতে এক বছরের সন্তান রয়েছে। সে বাবা কে খুঁজে চলেছে। শুভর বাড়ির লোকও পুলিশের কাছে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার আর্জি জানিয়েছেন।

একের পর এক অবৈধ প্রেমের কাহিনী যেন উঠে আসছে। কিছুদিন আগেই বালিতে তারপরেই বালির প্রতিবেশী জায়গা হুগলির ডানকুনিতে এমন ঘটনা ঘটলো। এখন দেখার বিষয় শুভ ফিরে আসতে রাজি হয় নাকি সেও তাঁর প্রেমিকাকে নিয়েই সংসার বাঁধতে চায়!

Advertisements