নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের পাশাপাশি ইন্টারনেট পৌঁছে যাওয়ার ফলে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল (Viral Video) হয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলি আমাদের চোখ খুলে দেয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ওই ভিডিওটি অন্য আর কিছু ভিডিও নয়, ভিডিওটি একজন ডাব বিক্রেতার। বর্তমানে দেশের বিভিন্ন জায়গা অসহ্য গরমের মুখোমুখি। আর এই গরমে অনেকেই রয়েছেন যারা ডাব খেতে ভালোবাসেন। স্বাভাবিকভাবেই দিন দিন ডাবের চাহিদা বাড়ছে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখলে আপনি ডাব খাওয়া ভুলে যাবেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ডাব বিক্রেতা ছোট্ট একটি ভ্যান গাড়িতে একগুচ্ছ ডাব নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। কিন্তু ওই যুবক এরপর যা করছেন তা দেখেই রীতিমতো হতবাক হয়ে পড়েছেন সকলে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ডাব বিক্রেতা যেখানে ডাব বিক্রি করছেন তার কিছু দূরে থাকা একটি নর্দমা থেকে মগে করে জল আনছেন আর সেই জল ডাবের উপর ছিটিয়ে দিচ্ছেন।
ওই বিক্রেতার এমন কীর্তি দূর থেকে এক ব্যক্তি দেখেন এবং তিনি তা দেখে আর থাকতে পারেননি। তিনি সকলকে সতর্ক করার জন্য নিজের মোবাইল থেকে এই ঘটনা ক্যামেরাবন্দি করেন। তারপর তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সচেষ্ট হয় পুলিশ। ওই ডাব বিক্রেতাকে পরে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়।
Sameer Miyan was arrested by the UP police for washing coconut with dirty drain water.
And when we talk about boycotting such elements, people start calling us bigot… pic.twitter.com/hpUMZ5uomy
— Mr Sinha (@MrSinha_) June 6, 2023
ডাবের নর্দমার জল মেশানোর এমন ঘটনাটি ঘটেছে নয়ডার শ্রী রাধা কৃষ্ণ গার্ডেন কমিউনিটির কাছে। অভিযুক্ত ডাব বিক্রেতাকে গ্রেপ্তার করে গৌতম বুদ্ধ নগর থানা পুলিশ। পুলিশের তরফ থেকে ২৮ বছর বয়সী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।