Alliance Broadband or Jio Fiber, who offers the cheapest internet connection: বর্তমানে সাধারণ মানুষের জীবনে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমানে ইন্টারনেট ছাড়া আধুনিক প্রজন্মের জীবনযাত্রা প্রায় অচল। স্মার্ট ফোন হোক বা ল্যাপটপ, কম্পিউটার সমস্ত কিছু পরিচালনা করতেই ইন্টারনেটের ব্যবহার বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে। এই কারণেই বর্তমানে অনেকেই অধিক মাত্রায় ইন্টারনেটের সুবিধা পাওয়ার জন্য ব্রডব্যান্ড (Alliance or JIO) ইন্টারনেট কানেকশান গ্রহণ করেন।
বর্তমানে কলকাতায় একটি পরিচিত ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো অ্যালায়েন্স। বিভিন্ন মূল্যের বেশ কয়েকটি প্ল্যান রয়েছে এই সংস্থার। সম্প্রতি ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রিলায়েন্স জিও (Alliance or JIO) । নতুন ওয়্যারলেস পরিষেবার মাধ্যমে গ্রাহকদের কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেবে জিও। বর্তমানে বহুল প্রচলিত এই দুই সংস্থার পরিষেবার মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও অ্যালায়েন্স এবং জিও এয়ার ফাইবারের সবথেকে সস্তা প্ল্যান কী ও তার সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যালায়েন্স ব্রডব্যান্ড সংস্থাটির সবথেকে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের নাম হল Launcher। এই প্ল্যানটি গ্রহণ করার জন্য গ্রাহকের খরচ করতে হবে ৪২৫ টাকা ও GST চার্জ। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা সম্পর্কে অ্যালায়েন্স জানিয়েছে এই প্ল্যানে 40Mbps স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৩০ দিন। তবে আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুবিধা থাকলেও এই প্ল্যানে ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে না। তবে Hungama এবং Live TV এই দুটি OTT-র বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুযোগ পাওয়া যাবে।
ওয়্যারলেস জিও এয়ার ফাইবার (Alliance or JIO) পরিষেবায় সবথেকে সস্তা প্ল্যান ৫৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে 30Mbps স্পিড সহ আনলিমিটেড ডেটা। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন। সেই সঙ্গে এই প্ল্যানে ৫৫০ টির বেশি TV চ্যানেল এবং 14টি OTT যেমন JioCinema, Netflix, Disney+Hotstar, Lionsgate Play, ZEE5, Discovery+, Hoichoi, Sun NXT, ShemarooMe, Universal, Docubay, ALTBalaji, Eros Now এবং Epic On বিনামূল্যে দেখা যাবে। তবে জিও ফাইবারের প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এতে 30Mbps স্পিডে পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট। তবে এতে কোনো OTT-র সুবিধা নেই।