পাবেন আরও বেশি ভাতা, মিলবে সরকারি প্রকল্পে লোন, ইমাম, মোয়াজ্জিনদের সুখবর দিলেন মমতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল সরকারে আসার পর বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প (Government Scheme) শুরু করেছে। এই সকল সরকারি প্রকল্পে যেমন রয়েছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প, ঠিক সেই রকমই আবার রয়েছে নানান ধরনের ভাতা। ভাতার এই তালিকায় আছে ইমাম ভাতা, মোয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা ইত্যাদি। আর এই ভাতা নিয়ে এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এমন সুখবর দেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম সভা থেকে। এই সভা থেকে ইমাম, মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে সরকারি প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার ঘোষণা করেন। এই সকল ঘোষণার পাশাপাশি এদিন শুরু থেকেই তিনি বিজেপি থেকে সিপিএম কংগ্রেস সব বিরোধী রাজনৈতিক দলদের এক হাত নেন।

Advertisements

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের হাত দিয়ে এবার ইমাম, মোয়াজ্জিনরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। এই লোন পেতে হলে ব্যাংকে যে ২৫ হাজার টাকা জমা দিতে হয় তা দেবে রাজ্য সরকার। এছাড়াও লোনের গ্যারেন্টার হিসেবে থাকবে রাজ্য সরকার। এই লোন নিয়ে কেউ দর্জির দোকান খুলতে পারেন, আবার কেউ গরু ছাগল অথবা মুরগি পোশার জন্য ফার্ম করতে পারেন। সবকিছুতেই সরকার তাদের পাশে থাকবে।

Advertisements

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার organization এবং রাজ্যের ছোট বড় যে সকল ইমাম সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে একজোট হয়ে এই সভার আয়োজন করা হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সেই সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন মন্তব্য এবং প্রকল্প নিয়ে সুবিধা ঘোষণার পাশাপাশি ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাদের ক্ষুদ্র সামর্থ্য এবং সেই ক্ষুদ্র সামর্থ্য থেকেই ইমাম এবং মোয়াজ্জিনদের জন্য ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হলো। সবকিছু সামাল দিতে সময় লাগলেও এই সুবিধা দেওয়া হবে। তবে শুধু ইমাম, মোয়াজ্জিনদের জন্য নয়, পাশাপাশি পুরোহিতরাও দুর্গা পুজোর আগে বা সময় থেকে ৫০০ টাকা করে বেশি ভাতা পাবেন হলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত ইমামরা প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন, আর এবার তাদের ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন ৩০০০ টাকা করে পাবেন। অন্যদিকে মোয়াজ্জিনরা প্রতিমাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন, এখন তাদের ভাতা বৃদ্ধি পাওয়ায় তারা পাবেন দেড় হাজার টাকা।

Advertisements