নিজস্ব প্রতিবেদন : দক্ষিণী সিনেমা পুষ্পার জনপ্রিয়তা নিয়ে কোন সন্দেহ নেই। দীর্ঘদিন ধরেই এই সিনেমা দর্শকদের মন জয় করার পাশাপাশি কয়েকশ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। দক্ষিণী এই সিনেমার জ্বরে যখন কাবু ৮ থেকে ৮০ সেই সময় আবার এর দ্বিতীয় ভাগ আসা নিয়ে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে।
এই সিনেমার দ্বিতীয় ভাগ অর্থাৎ পুষ্পা : দ্য রুল -এর শুটিং শুরু হয়েছে সোমবার থেকে। ফ্লোরে পূজো দিয়ে এই সিনেমার শুটিং শুরু করেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সিনেমার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত প্রডিউসার, ডিরেক্টররা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে পরিচালক সুকুমার লিখেছেন, ‘পুষ্পা রাজ ফিরে আসছে’।
পুষ্পা সিনেমার দ্বিতীয় ভাগের শুটিং শুরু হওয়ার পাশাপাশি এবার এই শুটিং নিয়ে চরম জল্পনা শুরু হয়েছে। শুধু জল্পনা বললে ভুল হবে, বরং শুটিং নিয়ে শুরু হয়েছে কৌতুহল। কৌতূহলের কারণ হিসাবে জড়িয়ে রয়েছে বাঁকুড়া। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্র মারফত জানা যাচ্ছে, পুষ্পা সিনেমার দ্বিতীয় ভাগ অর্থাৎ পুষ্পা : দ্য রুল -এর শুটিং হতে পারে লাল কাঁকরে মাটির দেশ বাঁকুড়াতে।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই সিনেমার দ্বিতীয় ভাগের বেশ কিছু অংশ বাঁকুড়ায় শুটিং হওয়ার পরিপ্রেক্ষিতে কলাকুশলীরা তাদের টিম নিয়ে বাঁকুড়ায় আসবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই সিনেমার দ্বিতীয় ভাগে উঠে আসবে বাংলার গল্প। যদিও কোন বিষয় উঠে আসবে তা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে গুঞ্জন তৈরি হয়েছে, বিরোধী স্মাগলারদের সঙ্গে বন্দুক নিয়ে ধুন্ধুমার লড়াইতে মাতবেন পুষ্পারাজ, সেই দৃশ্যেরই প্রেক্ষাপট হবে বাঁকুড়ার খাতড়ায়।
#PushpaTheRule starts off on an auspicious note with the Pooja Ceremony ❤️
Filming begins soon ❤️?
BIGGER and GRANDER ?#ThaggedheLe ?#JhukegaNahi ?
Icon Star @alluarjun @iamRashmika @ThisIsDSP @aryasukku @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/2OgjkOFlrF
— Pushpa (@PushpaMovie) August 22, 2022
তবে এই শুটিং কবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, ২০২৩ সালের গোড়ার দিকে শুটিং সারবেন আল্লু অর্জুন। এর পাশাপাশি জানা যাচ্ছে, এই সিনেমার দ্বিতীয় ভাগের প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আনা হবে। এছাড়াও ক্লাইম্যাক্স চমকে দিতে পারে দর্শকদের। বাঁকুড়ায় এই সিনেমার শুটিং হওয়ার কানাঘুষো খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে চরম জল্পনা। যদিও প্রযোজক সংস্থার তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয় নি।