শান্তিনিকেতনে এবার বিকল্প পৌষ মেলা, জানা গেল দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল বীরভূমের ঐতিহ্যবাহী পৌষ মেলা। এরপর আর কোভিড পরিস্থিতির জন্য পৌষ মেলার আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালে বিশ্বভারতী পৌষ মেলা না করলেও বিকল্প পৌষ মেলা করা হয় ডাকবাংলো মাঠে।

২০২২ সালে যখন সবকিছু স্বাভাবিক সেই সময় বিশ্বভারতী নতুন করে পৌষ মেলা বসাবে এমন আশা করা হলেও বর্তমান পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে এমন পরিস্থিতিতে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রাখতে অবশেষে বিকল্প পৌষ মেলার আয়োজন করার ঘোষণা করল।

শুক্রবার বোলপুরের মহকুমা শাসক দপ্তরের সভাকক্ষে আলোচনার ভিত্তিতে বিকল্প পৌষ মেলার ঘোষণা করা হয়। বিকল্প এই পৌষ মেলার দায়িত্ব মোটামুটি বীরভূম জেলা প্রশাসন এবং বোলপুর পৌরসভার হাতে থাকলেও সহযোগিতায় থাকছে বোলপুরের অন্যান্য মহলও। গত বছরের মতো এই বছরও বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে ডাকবাংলো মাঠে।

বীরভূম জেলাশাসক বিধান রায় জানান, ২৩ ডিসেম্বর অর্থাৎ ৭ পৌষ এবার পৌষ মেলা শুরু হবে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী এই বছর বইমেলা হবে মোট ৬ দিন। পাশাপাশি মোট তিনটি মাঠ নিয়ে হবে এই মেলা। ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠকে জুড়ে মেলার আয়তন অনেক বৃদ্ধি করা হবে। যাতে করে কোথাও কোনো রকম অসুবিধা না হয়।

এছাড়াও পৌষ মেলার সংস্কৃতি বজায় রাখার জন্য বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে যে সকল সংস্কৃতি জড়িয়ে রয়েছে সেই সকল অনুষ্ঠানকেই প্রাধান্য দেওয়া হবে এই পৌষ মেলায়। এছাড়াও ২৪ ডিসেম্বর বাজি পোড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।