চীনা অ্যাপের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে যেসকল অ্যাপ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই ভারত-চীন সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ তুঙ্গে। আর তারপর থেকেই দেশে চীনা পণ্য বয়কটের ডাক ওঠে ভারতে। আর এই ডাককে অন্তিম পর্যায়ে পৌঁছে দেয় গত সোমবার রাতের লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের সংঘর্ষ। যে ঘটনায় ইতিমধ্যেই ভারতের কুড়ি জন সেনা জওয়ান শহীদ হয়েছেন, চীনেরও কমপক্ষে ৪৩ জন সেনা প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Advertisements

Advertisements

চীনা পণ্য বয়কটের ডাক কেবলমাত্র ভারতের সাধারণ নাগরিকরা দিয়েছেন এমনটা নয়, সোমবারের ঘটনার পর ভারত সরকার চীনের কয়েকটি ব্যবসায়িক সংস্থার সাথে কয়েকশো কোটি টাকার চুক্তি বাতিল করেছে। আর এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকরাও একের পর এক চীনা অ্যাপ নিজেদের স্মার্ট ফোন থেকে ডিলিট করতে শুরু করেছেন। এমনকি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ভারত সরকারের কাছে ৫২ টি এমন অ্যাপের তালিকা দিয়েছেন যেগুলি ব্যক্তিগত তথ্য অন্য দেশের কাছে দিতে পারে এমন সন্দেহ রয়েছে। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকরা চিনা অ্যাপগুলি ডিলিট করলেও সকলের মধ্যে একটি প্রশ্ন জাগছে বিকল্প কোন অ্যাপ ব্যবহার করা যেতে পারে!

Advertisements

বিকল্পের কথা উঠলে এটাই মনে রাখতে হবে তথ্যপ্রযুক্তির যুগে কোন জিনিস একটি নেই। সবকিছুরই কোনো না কোনো বিকল্প রয়েছে। যে কারণে লাদাখের বিখ্যাত গবেষক সোনম ওয়াংচুক প্রথম থেকেই চীনকে ভাতে মারতে বিকল্প পথের সন্ধান করার কথা জানান। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার জন্য আত্মনির্ভর প্রকল্পের সূচনা করেন। তবে এত সত্ত্বেও হয়তো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা চিনা দ্রব্য এত তাড়াতাড়ি সরিয়ে ফেলা সম্ভব হবে না। তবে আমাদের চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা করার লক্ষ্যেই আজ আমরা নিয়ে এসেছি বেশকিছু চিনা অ্যাপের বিকল্প অ্যাপের সন্ধান।

চিনা অ্যাপে বিকল্প অ্যাপ

১. TikTok, Hello, Likee এর বিকল্প হতে পারে Bolo Indya, Roposo, Youtube/Insya।

২. : PUBG Mobile এর বিকল্প হতে পারে Call of Duty, Garena Free Fire।

৩. Helo এর বিকল্প হতে পারে ShareChat।

৪. ShareIt, Xender এর বিকল্প হতে পারে Files by Google, Jio Switch, Share all।

৫. UC Browser এর বিকল্প হতে পারে Google Chrome, Jio Browser, Firefox।

৬. CamScanner এর বিকল্প হতে পারে Adobe Scan, Microsoft Lens, Doc Scanner।

৭. BeautyPlus এর বিকল্প হতে পারে B612 Beauty and Filter Camera, Candy Camera।

৮. Club Factory, Shein এর বিকল্প হতে পারে Flipkart, Amazon India, Koovs, Tatacliq।

৯. App Lock এর বিকল্প হতে পারে Norton App Lock।

১০. VivaVideo এর বিকল্প হতে পারে KineMaster, Adobe Premier Rush, PowerDirector।

১১. LiveMe, Kwai এর বিকল্প হতে পারে Periscope।

১২. UC News এর বিকল্প হতে পারে Google News।

১৩. Parallel Space এর বিকল্প হতে পারে App Cloner, Clone App-App Cloner & Dual App।

১৪. U Dictionary এর বিকল্প হতে পারে English Bangla Dictionary।

Advertisements