শেষ বলে দরকার ৫ রান, বাউন্ডারি না হলেও দৌঁড়ে জিতল ম্যাচ, উদ্ভট ঘটনা

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : অত্যন্ত হাস্যকর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেটি পাকিস্তানের আল- ওয়াকিল ক্রিকেট লিগের একটি অংশের ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে, খেলার শেষ বলে কোনো বাউন্ডারি হয়নি শেষ পর্যন্ত দৌড়ে পাঁচ রান নিয়েই জয় আনলেন ব্যাটার।

Advertisements

অডিয়োনিক এবং অটোমল আল ওয়াকিল ক্রিকেট লিগে চতুর্থ সংস্করণে মুখোমুখি হয়েছিল। অডিয়োনিক যেখানে ১৫৪ রান তুলেছিল এবং অটোমলের আট উইকেটে রান ছিল ১৫০। সেই অবস্থায় শেষ বলে ৫ রান আর বাকি ছিল। অডিয়োনিকের খেলোয়াড় ফুল বল করে সেই বল রাহিল মাজের ব্যাটে লেগে লং অনের দিকে যায়। কিন্তু সেখানে মাত্র এক বা দুই রান হওয়ার কথা থাকলেও হয়ে গেলো পাঁচ রান।

Advertisements

এই অদ্ভুত পাঁচ রান নেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ফিল্ডার অত্যন্ত উচ্ছাসের সাথে যখন ছুটতে থাকেন তার মধ্যেই ব্যাটার নিয়ে ফেলেছিলেন দু রান।নন-স্ট্রাইকিং এন্ডে ব্যাটার ক্রিজের ভিতরে থাকা সত্ত্বেও ওই ফিল্ডার স্টাম্প ভেঙে দিয়েছেন এমন ভিডিওতে দেখা গিয়েছে।

Advertisements

এই ঘটনার মাঝেই সবথেকে হাস্যকর ঘটনা ঘটতে দেখা গিয়েছে, ব্যাটাররা তিন রান নেওয়ার জন্য ছুটতে থাকে, ফিল্ডার আবার তারপর ডিরেক্ট থ্রো করতে চাইলেন কিন্তু দশ ইঞ্চি দূর থেকেও বল ছুড়তে উইকেটে বল মারতে পারেননি।

শেষ পর্যন্ত বল বাউন্ডারির দিকে চলে যায়। সেই মুহূর্তে অটোমলের ব্যাটাররা বাকি দুই রান নিয়ে সেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে আনলেন। এই ঘটনার পর ধারাভাষ্যকারও অবাক হয়ে যান।

সবাই তারপরেই বলাবলি করতে শুরু করেন এমন কিকরে হলো! এই পাঁচ রান কিভাবে হলো! এভাবেও কি জেতা যায়! এমন সব মন্তব্য আসতে থাকে। এই অবাক ঘটনার সাক্ষী হয়ে রইলেন সবাই।

Advertisements