বিদেশে স্বমহিমায় বীরভূম, কম্বোডিয়ায় নাদানা সিগামানি অ্যাওয়ার্ড সিউড়ির অমরনাথ ঘোষের

দীপক কুমার দাস : কম্বোডিয়ায় নাদানা সিগামানি অ্যাওয়ার্ড পেলেন সিউড়ির রবীন্দ্রপল্লীর অমরনাথ ঘোষ। কম্বোডিয়ান গর্ভমেন্ট মিনিষ্ট্রি অফ কালচার অ্যান্ড ফাইন আর্টস, তামিলনাড়ু চেরিটেবেল এবং সিনু ঘনাম ট্রাভেলসের উদ্যোগে আঙ্কোরভাটের সঙ্গীত গানা সভা আঙ্কর তমিজে গত ৪ই অক্টোবর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত অপ্সরা ডান্স অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফেষ্টিড্যালের আয়োজন করা হয়।

এই ডান্স ফেস্টিভ্যালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৭০ থেকে ৮০ জন প্রখ্যাত নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া,চীন সহ বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। এই ফেষ্টিভ্যালে একমাত্র পুরুষ নৃত্য শিল্পী ছিলেন অমরনাথ ঘোষ। তিনি কুচিপুড়ি নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন দর্শকদের। সেখানে কম্বোডিয়ান গর্ভমেন্ট মিনিষ্ট্রি অফ কালচার অ্যান্ড ফাইন আর্টসের পক্ষ থেকে কুচিপুড়ি নাচের শিল্পী অমরনাথ ঘোষের হাতে নাদানা সিগামানি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

গত ৪ই অক্টোবর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত কম্বোডিয়াতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সেখানেই অমরনাথ ঘোষকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর আগেও দেশ ও বিদেশের বিভিন্ন ডান্স ফেষ্টিভ্যালে নৃত্য পরিবেশন করে সম্মানিত হয়েছেন এই নৃত্য শিল্পী। এই সম্মান পেয়ে খুশি নৃত্য শিল্পী অমরনাথ ঘোষ। তিনি জানান, “এই সমস্ত কিছুর সাফল্যের পিছনে আমার মা শিখা ঘোষ, বাবা অসীম ঘোষ ও আমার গুরুর চরম অবদান রয়েছে।সবথেকে বেশি অবদান আমার বাবাও মায়ের। তাদের আর্শীবাদ আর সার্পোট ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না।” অমরনাথের সাফল্যে খুশি তার বাবা, মা, তার গুণগ্রাহীরা।