Advertisements

বিগ বাজার নিচ্ছে রিলায়েন্স, ‘জালিয়াত’ তকমা দিলো অ্যামাজন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ফিউচার গ্রুপের বিগ বাজার রিটেল আউটলেটগুলি লোকসানের মধ্যে দিয়ে চলার কারণে সেগুলি হস্তান্তরিত করার সিদ্ধান্ত নেয় ফিউচার গ্রুপ। তবে এই হস্তান্তরকে কেন্দ্র করেই বিশ্বের অন্যতম দুই ধনকুবের সংস্থা অ্যামাজন এবং রিলায়েন্সের মধ্যে টক্কর চরমে।

Advertisements

ইতিমধ্যেই ফিউচার গ্রুপের অংশীদারিত্ব নিয়ে এই দুই সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে। তবে এবার সেই আদালতের পরিধি ছাড়িয়ে তা চলে গেল বিজ্ঞাপনে। রিলায়েন্স এবং ফিউচার গ্রুপকে অ্যামাজন জালিয়াত বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। এই বিজ্ঞাপন দেওয়ার কারণ হিসাবে তারা যে অভিযোগ করছে তা হল, হঠাৎ করে বিগ বাজার স্টোরগুলি নিজেদের হাতে নিতে শুরু করেছে রিলায়েন্স।

Advertisements

ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের চুক্তি হয় ২৪৭১৩ কোটি টাকার বিনিময়ে। কিন্তু অ্যামাজন দাবি করে ফিউচার গ্রুপের সঙ্গে তাদের আগেই চুক্তি থাকায় অন্য কোন সংস্থার সঙ্গে ফিউচার গ্রুপ চুক্তিবদ্ধ হতে পারে না। এই নিয়ে তাদের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে চলছে মামলা। এমত অবস্থায় অ্যামাজনের অভিযোগ, বিষয়টি বিচারাধীন হওয়া সত্ত্বেও রিলায়েন্স স্টোরের মালিকানা নিজেদের হাতে করছে।

Advertisements

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। যে সময় ফিউচার গ্রুপের বিগ বাজার কেনার ঘোষণা করেছিল অ্যামাজন। তবে এর পরেই বিগ বাজার কিনে নেয় রিলায়েন্স। এই বিবাদ প্রথমে ট্রাইবুনাল এবং পরে আদালতে গড়ায়। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এমন পরিস্থিতিতে অ্যামাজন সংবাদপত্রে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছে এবং তাতে দাবি করেছে, সুপ্রিম কোর্ট ও ট্রাইবুনালের নির্দেশ লঙ্ঘন করেছে রিলায়েন্স। জাতীয় কোম্পানি আইন অনুযায়ী, আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিগ বাজার ফিউচার গ্রুপের হাতেই থাকা উচিত। এই বিজ্ঞাপনেই জালিয়াতি করার কথাটি ফলাও করে বলা হয়েছে।

অন্যদিকে ফিউচার গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে, তাদের আর্থিক অনটন চলার কারণে তারা ১৭০০টি স্টোরের ভাড়া মেটাতে পারছে না। এরই পরিপ্রেক্ষিতে এই স্টোরগুলি লিজ নিচ্ছে রিলায়েন্স এবং ৩০ হাজার কর্মীকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে রিলায়েন্স।

Advertisements