Credit Line On UPI: টাকা নিয়ে চিন্তার দিন শেষ! অ্যামাজন পে ব্যবহারকারীদের আসছে দুর্দান্ত এক সুবিধা, চালু হলেই মালামাল গ্রাহকরা

Antara Nag

Published on:

Advertisements

Amazon Pay brings Credit Line On UPI for the convenience of customers: ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন পেমেন্টের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে ইউপিআই পেমেন্টের প্রবণতা। তা সে ফুচকার দোকানই হোক বা কোনো বড় শপিং মল, সবেতেই কাজ চলছে ইউপিআই পেমেন্টের মাধ্যমে। ইউপিআই পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকরা তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইউপিআই অ্যাকাউন্টটিকে যুক্ত করে নেন। অনেকেই ক্রেডিট কার্ডের সাথে যুক্ত করে থাকেন ইউপিআই অ্যাকাউন্ট। গ্রাহকদের ইউপিআই পেমেন্টের অভিজ্ঞতা আরো উন্নত করতে নতুন উদ্যোগ (Credit Line On UPI) নিল অ্যামাজন পে। এখন থেকে আর ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড কোন কিছুর প্রয়োজন পড়বে না ইউপিআই পেমেন্টের জন্য।

Advertisements

বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ অ্যমাজনেরইউপিআই ডিপার্টমেন্ট অ্যামাজন পে। গ্রাহকদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে নতুন উদ্যোগ নিয়েছে অ্যামাজন পে। এখন থেকে তারা ইউপিআইতে ক্রেডিট অফার করতে চলেছে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এই অফার চালু করে দিয়েছে। অ্যামাজন পে অ্যাপ থেকেও এই সুবিধার প্রচলন করার চেষ্টা করছে সংস্থা। ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে এই নতুন উদ্যোগ সম্পর্কে আলোচনাও শুরু করেছে। আমাজনের ডিরেক্টর বিকাশ বানসালের মতে, ক্রেডিট অন পে (Credit Line On UPI) অনেক বড় একটি উদ্যোগ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে। তাই এনপিসিআইয়ের সঙ্গে পরামর্শ করে তাদের অনুমতি নিয়ে তবেই এই পথে এগোতে চাইছে সংস্থা।

Advertisements

সম্প্রতি বেশ কিছু ব্যাংকের তরফ থেকে ক্রেডিট লাইন অন ইউপিআই (Credit Line On UPI) প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে ওভার ড্রাফট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, প্রিপেড ওয়ালেট ইত্যাদি। ইউপিআই ব্যাংক, রূপে ক্রেডিট কার্ডের মাধ্যমে এপ্রুভ হওয়া ক্রেডিট লাইন ইউপিআই এর সাথে সরাসরি যুক্ত করা যাবে। এর ফলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব হবে।

Advertisements

আরও পড়ুন ? IDFC First Bank: আরো এক বড় সংযুক্তিকরণ! মিশে যাচ্ছে এক ব্যাঙ্ক, এক আর্থিক প্রতিষ্ঠান, সুবিধা বাড়বে গ্রাহকদের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, ক্রেডিট অন ইউপিআই (Credit Line On UPI) এর সুবিধা উপভোগ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে কিউআর কোডটি মার্চেন্ট কিউআর কোড হওয়া বাধ্যতামূলক। মার্চেন্ট কিউআর কোড হলে তবেই ইউপিআই এর সঙ্গে রুপের ক্রেডিট কার্ডের লিংক করা সম্ভব হবে। এই নিয়ম শুধুমাত্র ক্রেডিট অন ইউপিআই এর ক্ষেত্রেই প্রযোজ্য। ক্রেডিট অন ইএমআই তে এই ধরনের কোন বাধা নিষেধ ছিল না।

ইউপিআই পেমেন্টের ব্যবস্থা চালু হয়েছে মাত্র ৪ বছর আগে। কিন্তু দেশের ডিজিটালাইজেশনের প্রধান পদক্ষেপ হলো ইউপিআই পেমেন্টের বার বাড়ন্ত। কোন সন্দেহ নেই যে, ইউপিআই পেমেন্টের হাত ধরে দেশ একটু একটু করে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে চলেছে। এনপিসিআইয়ের আওতাধীন ইউপিআই পেমেন্ট শুরু হয়েছিল ২০১৬ সালে। এটি একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। বর্তমানে ক্রেডিট অন ইউপিআই (Credit Line On UPI) গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর নিয়ে আসতে চলেছে বলে মনে করছে অ্যামাজন পে। এই প্রকল্প চালু হবার পর গ্রাহকদের কাছে অ্যামাজন পে আরো অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে আশা রাখেন তারা।

Advertisements