নেটফ্লিক্সকে টেক্কা দিতে সস্তার প্ল্যান নিয়ে এলো অ্যামাজন প্রাইম, রইল তালিকা

নিজস্ব প্রতিবেদন : একসময় মানুষ বিনোদনের জন্য টিভির পর্দার দিকে তাকিয়ে থাকতেন। তবে এখন আর সেই দিন নেই। ধীরে ধীরে সবকিছুর বদল হয়েছে মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ায়। প্রথমদিকে এই ফোন কেবলমাত্র কথা বলার জন্য ব্যবহার করা হলেও এখন সবকিছুই চলে এসেছে স্মার্টফোনের ভিতরে।

বর্তমান সময়ে দেখা যায় বাসে, ট্রামে, ট্রেনে যাতায়াত করার সময়ও যাত্রীরা স্মার্টফোন চোখের সামনে ধরে বিভিন্ন সিনেমা, সিরিয়াল অথবা খেলা দেখছেন। পাশাপাশি অফিস কাছারিতে কাজের ফাঁকেও এই সকল বিনোদনের দিকে চোখ রাখতে দেখা যায় স্মার্টফোন ব্যবহারকারীদের। মূলত স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ওটিটি প্লাটফর্মগুলি গ্রাহকদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই সকল সুবিধা।

ওটিটি প্লাটফর্মের তালিকায় যে সকল সংস্থার নাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংস্থাগুলি হলো নেটফ্লিক্স, amazon prime ইত্যাদি। এই সকল সংস্থাগুলির মধ্যে চলে প্রতিনিয়ত প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এবার অ্যামাজন প্রাইম তাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য এমন একটি প্ল্যান নিয়ে এলো যা টেক্কা দিতে পারে নেটফ্লিক্সকে।

অ্যামাজন প্রাইম তাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো ৫৯৯ টাকার একটি প্যাক। যে সকল গ্রাহকরা এই প্যাক ব্যবহার করবেন তাদের প্রতি মাসে সাবস্ক্রিপশনের জন্য ৫০ টাকাও খরচ হবে না। কারণ এই প্ল্যানে সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে এক বছরের ভ্যালিডিটি। এই প্ল্যান যে সকল গ্রাহকরা ব্যবহার করবেন তারা মোবাইল থেকে অ্যামাজন prime অ্যাপের মাধ্যমে SD ভিডিয়ো স্ট্রিম দেখার সুযোগ পাবেন।

তবে যদি কোন গ্রাহক HD স্ট্রিমিং দেখতে চান তাহলে তাকে মাসে ১৭৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে অথবা এই একই প্ল্যান বার্ষিক নিতে চাইলে খরচ করতে হবে ১৪৯৯ টাকা। যদিও এর থেকেও সস্তায় প্ল্যান রয়েছে Disney+ Hotstar -এর। সেক্ষেত্রে গ্রাহকদের মোবাইলে দেখার জন্য খরচ করতে হয় প্রতি মাসে ৪১ টাকা। তবে নেটফ্লিক্স গ্রাহকদের জন্য মাসে খরচ করতে হয় ১৪৯ টাকা।