অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত ১ শিশু, আহত আরও ১

Madhab Das

Updated on:

Advertisements

চন্দন কর্মকার : লকডাউনের মাঝেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ বছরের এক শিশুর।অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কায় ওই শিশুর মৃত্যু পাশাপাশি আরও এক শিশু গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই শিশুসহ এক যুবক মঙ্গলবার বিকাল বেলায় বীরভূমের মদনপুরের কাছে সাঁইথিয়া থেকে সিউড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে সাঁইথিয়া থেকে সিউড়ি আসছিল। তখন কোনো কারণবশত ওই অ্যাম্বুলেন্স ধাক্কা মারে সাইকেলে থাকা তিন আরোহীকে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবরাজ কোঁড়া নামে পাঁচ বছরের এক শিশুর। আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আদিত্য কোঁড়া নামে ৬ বছরের আরও এক শিশুকে। তবে আরও এক যুবক যিনি ওই দুজনের সাথে ছিলেন তিনি সুস্থ রয়েছেন।

Advertisements

Advertisements

স্থানীয়দের আরও দাবি, দুর্ঘটনার পর ওই অ্যাম্বুলেন্সটি উল্টে যায় এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের অন্য গাড়িতে করে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতারা সিউড়ি সাঁইথিয়া পথ অবরোধ করে প্রায় ঘণ্টা দুয়েক। ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Advertisements