নাগরিকত্ব সংশোধনী আইন পাশের খুশি! পৌষমেলায় ‘জিলিপি’ খাইয়ে চমকে দিলেন অনুপম

নিজস্ব প্রতিবেদন : NRC ও CAA নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এমন অবস্থায় মানুষকে নিজেদের দিকে টানতে চেষ্টা চালাচ্ছেন বিজেপি নেতা ও কর্মীবৃন্দরা। আর সেসময় জিলিপিকে হাতিয়ার করে মানুষের মন জয়! এও ভেবেছেন কোনোদিন! মানুষদের মন জয় করতে এমন মিষ্টি পথই অবলম্বন করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা, জিলিপির প্যাঁচে কুপকাত করতে পৌষমেলায় নেমে পড়লেন তিনি।

অনুপম হাজরা ছিলেন বোলপুরের সাংসদ, বাড়িও বোলপুরে। পৌষমেলাতে শান্তিনিকেতনে প্রায়শই দেখা মেলে তাঁর। তবে তৃণমূল ছেড়ে দল পরিবর্তন করে যাদবপুরে বিজেপির হয়ে দাঁড়ান তিনি। সেখানকার বর্তমান তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর কাছে ভোট বাক্সের নিরিখে তিনি পরাজিত হলেও সেখানকার মানুষদের জন্য বিজেপির হয়ে কাজ করছেন অনুপম হাজরা, লেগে রয়েছেন এলাকায়। তবে যাদবপুরে থাকলেও পৌষমেলায় আসবেন না! তা আবার হয় নাকি!

শান্তিনিকেতনের টানে শুক্রবার তিনি এলেন শান্তিনিকেতনের পৌষমেলায়। আর পৌষমেলাতে এসেই বিজেপির হয়ে CAA নিয়ে মানুষের মন জয় করতে জিলিপিকে হাতিয়ার করলেন তিনি। এমন মিষ্টিকে হাতিয়ার দিয়েই মানুষের মন জয় করতে চাইলেন তিনি।

জিলিপি হাতে নিয়ে অনেকে মনে আবার মনে করেছেন এর সাথে রাজনীতির যোগ আছে। কিন্তু তাতে কি, হাসিমুখেই মানুষের হাতে মিষ্টি জিলিপি তুলে দিচ্ছেন তিনি, আর হাসিমুখেই তা হাতে নিচ্ছেন অনেকে। শুক্রবার শেষ হলো পৌষমেলা, অন্যান্য দিনের তুলনায় এই দিনটিতে মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই দিনটিকেই মোক্ষম হিসাবে বেছে নিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।