SBI News: ভারতীয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যাকে রাষ্ট্রের বৃহত্তম ব্যাঙ্ক বলে আখ্যা দেওয়া হয়। যে ব্যাঙ্ক সবসময়ই গ্রাহকদের কথা ভেবে নানা ধরনের পরিকল্পনা চালু করেছে। তেমনি পুজোর আবহে গ্রাহকদের কথা ভেবে নয়া সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI News)। যার ফলে গ্রাহকদের এই ব্যাঙ্কের সুবিধা পাওয়া আরও সহজলভ্য হয়ে উঠবে।
প্রসঙ্গত, ভারতীয় অন্যান্য ব্যাঙ্কগুলির তুলনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা অনেক বেশি। কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। মূলত SBI-এর নিয়ম কানুন, পরিষেবা, সুযোগ সুবিধার কারণেই গ্রাহক সংখ্যা বেশি এই ব্যাঙ্কে। আর সেই গ্রাহকদের কথা ভেবেই পূর্বে বহুবার নানান বিষয়ে উদ্যোগ নিয়েছে এই ব্যাঙ্ক (SBI News)। সেরকমই আবারও গ্রাহকদের জন্য এক নয়া উদ্যোগের প্রকাশ করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
পুজোর উৎসবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নয়া উদ্যোগ হল ৬০০টি নতুন ব্রাঞ্চ খোলার। অর্থাৎ এসবিআই সিদ্ধান্ত নিয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে আরও ৬০০টি নতুন ব্রাঞ্চ খুলবে বিভিন্ন জায়গায়। বিশেষত এই ব্যাঙ্কিং পরিষেবার অভাব পূরণ করতেই এই নয়া উদ্যোগ SBI-এর। ইতিমধ্যেই SBI-এর বিভিন্ন জায়গায় বহু ব্রাঞ্চ খোলা হয়েছে। প্রতিটি শাখাতেই গ্রাহক সংখ্যা বেশ চোখে পড়ার মতো। কর্মী বাড়িয়েও সেই গ্রাহকের চাপ সামলাতে পারছে না শাখাগুলি। এখনো অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে এই ব্যাঙ্কের শাখা নেই। যার ফলে অন্যান্য শাখাগুলিতে বাড়ছে গ্রাহকের চাপ। আর সেই গ্রাহকের চাপ কমাতেই এবং পরিষেবা সহজ করে তুলতে ৬০০টি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। এর ফলে ব্যাঙ্ক গ্রাহকদের কাছে যেমন পৌঁছে যেতে পারবে তেমনি ব্যাঙ্কের প্রসার ঘটবে। যা জানিয়েছেন SBI-এর চেয়ারম্যান শ্রীনিবাসুলু শেট্টি।
আরো পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই নগদ তোলার নতুন সুযোগ, SBI-এর নতুন কার্ডে মিলবে একাধিক সুবিধা
কোথায় তৈরি হবে SBI-এর এই নতুন ৬০০টি শাখা? সূত্র মারফতে জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI News) এই নতুন ৬০০টি শাখা চালু করা হবে বিভিন্ন আবাসিক এবং গ্রামীণ অঞ্চলগুলিতে। যার ফলে খুব সহজেই SBI-এর পরিষেবা গ্রহণ করতে পারবেন সেই এলাকার গ্রাহকরা।
এ প্রসঙ্গে জানিয়ে রাখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা ভেবে যেমন নয়া উদ্যোগ পরিচালনা করছেন তেমনি মুনাফা ফর্জনের ক্ষেত্রেও দারুন ফলাফল লাভ করছে এই ব্যাঙ্ক। ২০২৩-২৪ অর্থবর্ষের হিসাব বলছে ৬১,০৭৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে SBI। পাশাপাশি ওই বছরই ৫৯টি গ্রামীন এলাকায় ১৩৭টি ব্রাঞ্চ খুলেছে SBI। এছাড়াও ২০২৪-এর মার্চ মাসে ৮৫,০০০ ব্যবসায়িক সংবাদদাতা এবং ৬৫,০০০ এটিএম নিয়ে একটি নেটওয়ার্ক পরিচালনা করেছে এসবিআই। এর পাশাপাশি গ্রাহকদের সুবিধা দিতে অমৃত বৃষ্টি স্কিম নামক একটি ফিক্সড ডিপোজিট স্কিমও চালু করেছে এই ব্যাঙ্ক। যা ৪৪৪ দিনের মেয়াদকালে সুদ দিচ্ছে ৭.২৫% থেকে ৭.৭৫% পর্যন্ত। এছাড়াও রয়েছে আরও নানা সুযোগ সুবিধা। আপনি যদি এই ব্যাঙ্কের গ্রাহক না হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রাহক হয়ে উঠতে পারেন। পেতে পারেন নানান সুবিধা।