অমিত শাহের এই দু’টি প্রকল্প, আমূল পরিবর্তন আনবে ভারত-বাংলাদেশের যাতায়াত থেকে ব্যবসায়

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ঠাসা কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় আসেন। বাংলায় পা রেখেই তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে শিলান্যাস হওয়া এই সকল প্রকল্প বদলে দেবে বাংলার পটভূমি, বদলে দেবে ভারত বাংলার যাতায়াত থেকে শুরু করে ব্যবসা সবকিছুই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে মঙ্গলবার সূচনা করা হয় ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল পুলিশ স্টেশন বিল্ডিংয়ের। এর পাশাপাশি একাধিক বিএসএফ আউটপোস্টের সূচনা হয়। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

মৈত্রী দ্বার, যেটি ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে তার শিলান্যাস করা হয়। পেট্রাপোল স্থল বন্দরের মতো আরও একটি কারগো গেট তৈরি করতে চাইছে সরকার। আট লেনের রাস্তা তৈরি হবে এখানে। এর ফলে ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বৃদ্ধি হবে। মৈত্রী দ্বার তৈরি হওয়ার পর দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনায় সাতটি নতুন বিএসএফ আউটপোস্টের সূচনা করা হয়। এই সকল বিএসএফ আউটপোস্ট তৈরি করার জন্য ১০৮ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও আরও একাধিক প্রকল্পের সূচনা হয়েছে, তবে এই দুটি প্রকল্প বাংলা তথা ভারতের যাতায়াত এবং ব্যবসায় আমূল পরিবর্তন এনে দেবে।

এই সকল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, দ্বিতীয় কারগো গেট দুই দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন অধ্যায়। ভারতের প্রচেষ্টাতেই তৈরি হয়েছে বাংলাদেশ। আমাদের দুই দেশের ভাষা সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধি করতে চাই আমরা। এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য গত পাঁচ বছরে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অনেক পদক্ষেপ নিয়েছে।