ভোটের দাদামা বাজাতে রাজ্যে অমিত শাহ, চূড়ান্ত হলো দিনক্ষণ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট আসছে রাজ্যে, আর এই ভোটে রাজ্যের শাসন ভার দখল করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের শাসক দল। একুশের এই বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে রাজ্য সফরে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই অমিত শাহের রাজ্য সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। তিনি নভেম্বর মাসে দু’দিনের জন্য বাংলায় আসছেন।

Advertisements

Advertisements

এর আগে স্থির ছিল, আগামী ৬ নভেম্বর রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তার এই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অন্যদিকে আগামী ৫ ই নভেম্বর রাজ্যে অমিত শাহ আসছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কাজে তিনি আসছেন বলে জানানো হয়েছে।

Advertisements

৫ ই নভেম্বর মেদিনীপুরে একটি বৈঠক করবেন এবং করে ৬ নভেম্বর দলের নেতৃত্বে সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন সায়ন্তন বসু। এই সকল বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

অন্যদিকে সর্ব ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের এই রাজ্য সফরে অমিত শাহ জেলা নেতৃত্বের সাথেও বৈঠকে অংশ নিতে পারেন। আর এই জেলা নেতৃত্বের সাথে বৈঠকে অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকবেন মুকুল রায়, দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়। এর পাশাপাশি অমিত শাহ সাংবাদিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।

Advertisements