নিজস্ব প্রতিবেদন : পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার। এই অভিযোগ তুলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে বারবার নানান অভিযোগ তুলতে দেখা গিয়েছে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে। তিনি বারবার দাবি করেছিলেন, ‘আমি রেলমন্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি পশ্চিমবঙ্গ সরকার দুটির বেশি ট্রেনের আবেদন করেনি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য।’
এরপর বৃহস্পতিবার অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের অধিবাসীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন। তারপর অধীর চৌধুরী জানান, “পশ্চিমবঙ্গের অধিবাসীদের দুর্দশার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানালাম। উনাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছি।”
পরিচয় শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে কেবলমাত্র অধীর চৌধুরী অভিযোগ করেছেন তা নয় বিজেপির তরফ থেকেও বারংবার অভিযোগ করা হচ্ছিল। আর এসবের পরই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠিতে অমিত শাহ লিখেছেন, “লকডাউন চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা দু’লক্ষ পরিচয় শ্রমিককে ঘরে ফেরানোর বন্দোবস্ত করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের শ্রমিকরাও নিজেদের ঘরে ফিরতে উদগ্রীব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এ বিষয়ে আশানুরূপ সাহায্য পাওয়া যাচ্ছে না।”
HM Amit Shah writes to West Bengal CM Mamata Banerjee; says not getting state government's support to help migrants reach home: Officials
— Press Trust of India (@PTI_News) May 9, 2020
যদিও সূত্র মারফত জানা গিয়েছে, ৯, ১০ ও ১১ই মে পরপর তিনদিন মোট আটটি নতুন করে ট্রেনের বন্দোবস্ত করেছে নবান্ন অন্য রাজ্যে আটকে পড়া অধিবাসীদের রাজ্যে ফেরানোর জন্য।