বচ্চন পরিবারে স্বস্তি, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অমিতাভ বচ্চন

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েকদিনের লড়াইয়ের পর অবশেষে করোনা থেকে সুস্থ হলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। রবিবার জানা যায় অমিতাভ বচ্চনের সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপরেই তিনি বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। বাবার সুস্থ হয়ে ওঠার খবর অভিষেক বচ্চন টুইট করে জানান।

Advertisements

অভিষেক বচ্চন টুইট করে লিখেছেন, “বাবার সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। এখন তিনি বাড়িতেই থাকবেন। সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

Advertisements

Advertisements

তবে অমিতাভ বচ্চনের সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ এলেও এখনো পর্যন্ত অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ রয়েছে বলেই জানা গিয়েছে। যে কারণে তাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। সে কথাও তিনি টুইট করে জানিয়েছেন সকলকে। তিনি জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত এখনো আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে এবং রিপোর্টও পজিটিভ রয়েছে। যে কারণে আমাকে এখনও হাসপাতালে থাকতে হবে। আমার পরিবারের সকলের জন্য আপনাদের সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কথা দিচ্ছি আমিও করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরব।”

গত জুলাই মাসের ১১ তারিখ করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রথমে তার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় অমিতাভের পাশাপাশি অভিষেক বচ্চন আক্রান্ত হয়েছেন। এরপর সেদিন রাতেই দুজনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক তার পরদিন অর্থাৎ রবিবার জানা যায় করোনা আক্রান্ত ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা। তবে করোনা রিপোর্ট নেগেটিভ হন জয়া বচ্চনের। এরপর থেকেই বচ্চন পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসা শুরু হয় হাসপাতালে।

তবে নানাবতী হাসপাতালে ভর্তি থাকাকালীন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ঐশ্বর্য এবং আরাধ্যা। ১০ দিনের মধ্যেই তাদের রিপোর্ট নেগেটিভ আসে এবং তাদের জুলাই মাসের ২৭ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর করোনা মুক্ত হলেন অমিতাভ বচ্চন। তবে এখনো ১১ ই জুলাই থেকে লড়াই চালিয়ে যাওয়া অভিষেক বচ্চন সুস্থ হয়ে না ওঠায় দুশ্চিন্তা দূর হচ্ছে না বচ্চন পরিবার থেকে।

Advertisements