মিড ডে মিলে চাল আলু ছাড়াও পুষ্টিকর খাদ্যদ্রব্য, তালিকা প্রকাশ রাজ্যের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ এক বছর ধরে করোনা সংক্রমণের জন্য রাজ্যের স্কুল-কলেজ বন্ধ থাকলেও আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে পুনরায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে খুলছে পশ্চিমবঙ্গের স্কুল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘোষণার সাথে সাথেই মিড ডে মিলের বরাদ্দ বাড়ছে বলেও জানা গিয়েছে। এখন থেকে মিড ডে মিলে চাল ডাল ছাড়াও যুক্ত হচ্ছে পুষ্টিকর খাদ্য দ্রব্য।

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে। মঙ্গলবার এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে সোয়াবিন, ডাল এবং চিনি দেওয়া হবে মিড ডে মিলে। অতিরিক্ত এই খাবারগুলি দেওয়া হবে মার্চ এবং এপ্রিল মাসে। এই অতিরিক্ত খাবার কত পরিমান দেওয়া হবে তাও জানিয়েছে শিক্ষা দপ্তর।

করোনাকালে স্কুল বন্ধ থাকলেও রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রাপ্ত পড়ুয়াদের অভিভাবকদের হাতে প্রতি মাসে ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার সাবান তুলে দেওয়া হয়েছে। আর এবার নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন আর ৫০০ গ্রাম চিনিও তুলে দেওয়া হবে। তবে এই অতিরিক্ত খাবার প্রদান কেবলমাত্র মার্চ ও এপ্রিল মাসের জন্য বলেই জানা গিয়েছে।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই দুই মাসের জন্য প্রতি মাসে মাথাপিছু ৮৬ টাকা করে বরাদ্দ করা হচ্ছে মিড ডে মিলের জন্য। অন্যদিকে যখন স্কুল খোলা থাকত তখন পড়ুয়াদের মিড ডে মিলে সোয়াবিন এবং ডিম দেওয়া হতো পুষ্টিকর খাবার হিসেবে। আর এই পুষ্টিকর খাবার যাতে পড়ুয়ারা বাড়িতে বসেই পান তার জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।