নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে সম্প্রতি যে সকল ট্রেন লঞ্চ করে দেশের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই ট্রেনটি প্রিমিয়াম ট্রেন হওয়ার কারণে তা বেশ ব্যয়বহুল। এরই পাল্টা হিসাবে ভারতীয় রেল আবার চালু করে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন (Amrit Bharat Express)। এবার এই ট্রেনের কোচের ক্ষেত্রে বদল আনতে চলেছে রেল।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর থেকে দেশের বহু মানুষ যারা ওই ট্রেনের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সকল প্রশ্নের অবসান ঘটাতে রেল তড়িঘড়ি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু করে। ভারতীয় রেলের অন্যতম ট্রেন হিসাবে এই ট্রেনটিকে ধরা হয়। কেননা এই ট্রেন মূলত সাধারণ শ্রেণীর মানুষদের জন্য করা হয়েছে, যারা কম খরচে অথচ অনেক বেশি স্বাচ্ছন্দের সঙ্গে যাতায়াত করতে পারবেন।
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের ক্ষেত্রে বদল আনার বিষয়টি সম্প্রতি সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্তব্য থেকে জানা গিয়েছে। বারবার রেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠতে দেখা গিয়েছে অর্থাৎ সাধারণ শ্রেণীর কোচ কমিয়ে সংরক্ষিত এবং এসি কোচ বাড়িয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই জবাব দিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের প্রসঙ্গ তোলেন।
সংসদে এই সকল অভিযোগের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে অন্ততপক্ষে ২৫০০ সাধারণ শ্রেণীর কোচ তৈরি হবে এবং প্রত্যেকটি মেল অথবা এক্সপ্রেস ট্রেনে অন্ততপক্ষে চারটি করে সাধারণ শ্রেণীর কোচ লাগানো হবে। এছাড়াও ১০০০০ হাজার সাধারণ শ্রেণীর কোচ তৈরি করা হচ্ছে অতিরিক্ত হিসাবে। এছাড়াও বর্তমানে সব মেল ও এক্সপ্রেস ট্রেনেই দুই তৃতীয়াংশ সাধারণ শ্রেণীর কোচ এবং এক ভাগ এসি কোচ থাকে বলেও তিনি দাবী করেছেন।
এসবের মধ্যে আগামী দিনে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কোচ নিয়ে বড় বদল আনতে চলেছে রেল বলেও অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন। দাবি অনুযায়ী ওই ট্রেনের যে ২২ টি কোচ থাকে সেই ২২টি কোচের মধ্যে ১১ টি স্লিপার এবং ১১ টি জেনারেল কোচ করা হবে। জেনারেল কোচের ক্ষেত্রে সুবিধা, সংরক্ষিত টিকিট কনফার্ম না হলেও যাত্রীরা জেনারেল কোচে চোরের অন্ততপক্ষে যাতায়াত করার সুবিধা পাবেন।