নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোট শেষ হতে না হতেই ৩ জুন থেকে বেড়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার টোল ট্যাক্স। সোমবার থেকে স্থান বিশেষে টোল ট্যাক্স ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে শুধু টোল ট্যাক্স নয়, এর পাশাপাশি বাচ্চাদের খাবার দুধের দামও (Milk Price Hiked) বৃদ্ধি পেল। দুধের দামও সোমবার থেকে বাড়িয়ে দেওয়া হলো।
লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার ১ জুন। আর তারপরেই একের পর এক ক্ষেত্রে দাম বৃদ্ধি সাধারণ মানুষদের উদ্বেগ বাড়াচ্ছে। এর আগেও দেশের অন্যতম জনপ্রিয় দুধ প্রস্তুত ও সরবরাহকারী আমূল দাম বাড়িয়েছে, আর এবারও নতুন করে দাম বৃদ্ধির ফলে এখন দুধের পিছনে খরচ অনেকটাই বেড়ে যাবে।
আমূল গত ২ জুন অর্থাৎ রবিবার তাদের দুধের দাম বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং সেই মতো নতুন দামের তালিকা প্রকাশ করেছে। রবিবার এই সংস্থার তরফ থেকে নতুন দামের তালিকা প্রকাশ করার পাশাপাশি জানানো হয়, সোমবার অর্থাৎ ৩ জুন থেকেই কার্যকর হয়ে যাবে লিটার প্রতি দুধের নতুন দাম। এই বিষয়ে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে দাম প্রকাশ করেছে।
আরও পড়ুন ? Precious Metal: সোনা রুপোকে টেক্কা! এবার ভারতে বাড়ছে আরও একটি ধাতুর ব্যবহার
সংস্থার তরফ থেকে নতুন যে দাম প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল মিল্ক সহ দুধের ক্ষেত্রে তাদের অন্যান্য যে সকল ভ্যারিয়েন্ট রয়েছে, সমস্ত ক্ষেত্রেই নতুন দাম কার্যকর করা হয়েছে। তাদের সমস্ত ভ্যারিয়েন্টের দুধের ক্ষেত্রে লিটারে দু’টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন যে দাম ধার্য করা হয়েছে সেই দাম অনুযায়ী আমূল বাফালো দুধের ৫০০ এমএল-এর দাম পড়বে ৩৬ টাকা, আমূল গোল্ড মিল্কের ৫০০ এমএল-এর দাম পড়বে ৩৩ টাকা, আমুল শক্তি ৫০০ এমএল-এর দাম পড়বে ৩০ টাকা।
দুধ ছাড়াও দই-এর দামও বৃদ্ধি করা হয়েছে সংস্থার তরফ থেকে। মূলত কাঁচামালের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলেই সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে দুধের দাম বৃদ্ধি করা এই প্রথম নয়, কত বছর ফেব্রুয়ারি মাসেও সংস্থার তরফ থেকে লিটার প্রতি দু’টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল। এক্ষেত্রে ঘন ঘন দাম বৃদ্ধি পাওয়ায় কপালে ভাত পড়তে শুরু করেছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্যদের।