King Cobra: হিস হিস শব্দে ছড়ালো চাঞ্চল্য, ঘরের ভেতর থেকে উদ্ধার ১১ ফুটের কিং কোবরা। বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। বর্ষাকালে অন্যান্য খোলা জায়গার মতন সাপের গর্তেও জল জমে যায়। ফলে সাপ বাধ্য হয় নিজের বাসা ছেড়ে বেরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজতে। তাই জন্যেই বর্ষাকালে এদিক-ওদিক সাপের উপদ্রব এতটা বেড়ে যায়। এই ঘটনা শুধুমাত্র পাড়া গায়ের নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন এলাকায় এই একই ঘটনা ঘটতে দেখা যায়। ঘরের ভেতর সাপ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ঘরের ভেতর থেকে সাপ উদ্ধার করার ঘটনা তাই শোনা যায় প্রায়ই। এবার তেমনই একটি ঘটনা সামনে এলো। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হলো ১১ ফুটের কিং কোবরা (King Cobra)।
সাপ নিয়ে আমাদের মনে একাধিক ভ্রান্ত ধারণা রয়েছে। সাপের নাম শুনলেই ভয় পেয়ে যান অনেকে। যদি ঘরের ভিতর সাপ ঢুকে পড়ে তাহলে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। সই সাপটি যদি হয় কিং কোবরা (King Cobra) আর সেই সাপের দৈর্ঘ্য যদি হয় ১১ ফুট তাহলে তো আর কথাই নেই। আতঙ্কের সীমা কোথায় পৌঁছবে তা ব্যাখ্যা করার হয়তো প্রয়োজন নেই। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে এই ঘটনা সামনে এসেছে।
ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। সেখানকার বাংরা নামক একটি গ্রামে। বিকেল থেকে হঠাৎ করে বাড়ির ভেতর হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন বাড়ির মালিক। শব্দ শুনে আতঙ্কে আত্মহারা হয়ে পড়েন তিনি। তারপর হঠাৎই ঘরের এক কোণে ফণা তুলে বসে থাকতে দেখা যায় কিং কোবরাকে (King Cobra)। এই ঘটনা দেখার পর খুব স্বাভাবিক নিয়মেই ভয়ে একেবারে গুটিয়ে গিয়েছিলেন তিনি। এরপর আর দেরি না করে খবর দেন বনদপ্তরে। খবর পেয়ে অল্প কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয় বনদপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর শেষমেষ সেই সাপটিকে বাগে আনতে সফল হয় তারা।
আরো পড়ুন: বাংলায় তো বলি মুরগি, কিন্তু জানেন কি সংস্কৃত ভাষায় একে কি নামে ডাকা হয়
সংবাদ সংস্থা এনএনআই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই সাপ উদ্ধার করা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেই সংবাদমাধ্যমের পক্ষ থেকেই সমস্ত তথ্য প্রকাশিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি বাড়ির সামনে বিশাল আকৃতির কিং কোবরার (King Cobra) মুখ চেপে ধরে রয়েছেন। আর বেশ কয়েকজন মিলে তার উচ্চতা মাপছে দড়ি দিয়ে। সেখান থেকেই জানা যায় উদ্ধার করা কিং কোবরাটির উচ্চতা ১১ ফুট। এইরকম একটি বিষধর সাপ তাও আবার এত বড় আকৃতির ঘরের মধ্যে দেখতে পাওয়া সত্যি আতঙ্কের বিষয়। বনদপ্তরের কর্মীরাও এই সাপ উদ্ধার করতে গিয়ে হিমশিম খেয়েছেন।
#WATCH | Odisha | 11-ft long King Cobra snake was rescued from a house in Bangra village yesterday and released into the Dukra wildlife range, in Mayurbhanj this morning
(Visuals Source: DFO) pic.twitter.com/rYsFtM63OQ
— ANI (@ANI) September 3, 2024
সাপ উদ্ধার করার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। ঘরের ভিতর থেকে ১১ ফুটের কিং কোবরা (King Cobra) উদ্ধার হওয়ার কাহিনী আতঙ্কিত করেছে অনেককেই। শুধুমাত্র ভিডিও দেখেই আতঙ্ক প্রকাশ করেছেন অনেকেই। ভিডিওটির কমেন্ট সেকশনে সেই সমস্ত অনুভূতির কথা ব্যক্ত করেছেন তারা। কিছুদিন আগে আরও একটি সাপ উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছিল। হায়দ্রাবাদের রাস্তার উপর দেখা গেছিল বিশাল আকৃতির একটি বার্মিস পাইথন। প্রফেশনাল উদ্ধারকারী দল এসে সেই সাপটিকে উদ্ধার করে।