আশঙ্কাই সত্যি! জোর সম্ভাবনা নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত ভারতীয় এক মহিলার

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার নতুন স্ট্রেন এখনো ভারতে ঢুকতে পারেনি এমনটাই মঙ্গলবার পর্যন্ত দাবী করা হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে। তবে কেন্দ্রের তরফ থেকে এমনটা দাবি করা হলেও দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছিল ব্রিটেনে ফেরত অন্তত ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর এই খবরের পর থেকেই আশঙ্কা বাড়ছিল ভারতীয়দের মধ্যে। যদিও কেন্দ্রের ‘PIB FACK CHECKER’ সেটি ভুল খবর বলে জানায়। তবে এবার এই সব আশঙ্কাকে আরও বাড়িয়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভারতীয় এক মহিলার নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হওয়ার খবর জানাচ্ছে।

Advertisements

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিজয়ওয়াড়ার ব্রিটেন ফেরৎ এক মহিলার শরীরে করোনা ধরা পড়েছে। ওই মহিলা পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রি এলাকার বাসিন্দা। খবর অনুযায়ী, ওই মহিলা গত ২১ শে ডিসেম্বর লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। এরপর তার আরটি-পিসিআর টেস্ট করানো হলে শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার শরীরে নতুন করোনা স্ট্রেন সংক্রমণ নিয়ে সন্দেহ ছিল। তারপর ওই মহিলাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। কিন্তু ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যান।

Advertisements

আর এই ঘটনা জানাজানি হতেই ওই মহিলার খোঁজ শুরু হয়। সর্তকতা জারি করেছে পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দপ্তর। ওই সকল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে রাজামুন্দ্রির রামকৃষ্ণনগরের নিজের বাড়ি ফেরেন ট্রেন সফর করে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দিল্লি থেকে রাজামুন্দ্রি ফার্স্ট ক্লাস কোচে সফর করেছেন।

Advertisements

বর্তমানে ওই মহিলাকে খুঁজে বের করে প্রশাসনের তরফ থেকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এই খবর ছড়িয়ে পড়ার পর এই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে।

পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ওই মহিলা কোন কোন ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন তা খতিয়ে দেখা হবে এবং গোটা এলাকার বাসিন্দাদের কোভিড টেস্ট করা হবে। অন্যদিকে রেলদপ্তরের তরফ থেকেও খোঁজ চালানো হচ্ছে ওই মহিলার সাথে ট্রেনের কামরায় কারা কারা সংস্পর্শে এসেছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী Alla Kali Krishna Srinivas alias Nani জানিয়েছেন, “তাদের এই মুহূর্তে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তাদের স্যাম্পেল পাঠানো হয়েছে National Institute of Virology তে। এই করোনা নতুন স্ট্রেন কিনা তা নিশ্চিত করার জন্য।”

Advertisements