নিজস্ব প্রতিবেদন : বছর দুয়েক আগে এইভাবে টিউবওয়েলের হাতল ধরে পাম্প করে জল খেয়ে ভাইরাল হয়েছিল একটি গরু। একইভাবে কয়েকদিন আগে একই ঘটনা নজরে এসেছিল ঝাড়গ্রামের একটি হাতির ক্ষেত্রে। সম্প্রতি সেই একই ছবি ধরা পরল আলিপুরদুয়ারে। যেখানে দেখা গেল একটি ছোট্ট হাতি নিজের তৃষ্ণা মেটাতে টিউবওয়েলের হাতল ধরে পাম্প করে জল পান করছে। ছোট্ট ওই হাতির বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি তারা মন্তব্য করেছেন, ‘ও জানে কিভাবে এই টিউবয়েল থেকে জল বেরোয়’।
জানা গেছে, সম্প্রতি হুবহু মানুষের মতো এমন কাজ করে দেখানো ছোট্ট হাতিটির নাম কুনকি। তার ঠিকানা আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানা। এই হাতিটির মা একসময় দলছুট হয়ে পড়েছিল। তারপর বনকর্মীরা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানায় আশ্রয় দেয়। সেখানেই জন্ম হয় এই কুনকির।
ছোট্ট এই হাতিটির প্রচন্ড তৃষ্ণা পেয়েছিল। সেই অবস্থায় ও কারোর অপেক্ষা না করেই নিজেই টিউবওয়েলের কাছে পৌঁছে যায়। তারপর নিজেই টিউবওয়েলের হাতল ধরে পাম্প করতে শুরু করে এবং জল পান করে নিজের তৃষ্ণা মেটায়। ওই হাতিটি যেখানে এইভাবে জল পান করছিল সেই জায়গাটি হল মাদারিহাটের মাদারিহাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি সেই দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এই ভিডিও নিয়ে মজেছেন। পাশাপাশি তারা ওই ছোট্ট হাতিটির এইভাবে মানুষের অভ্যাসকে রপ্ত করে নেওয়ার বিষয়টিকেও কুর্নিশ জানিয়েছেন। তবে ভিডিওটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তার সঠিক সময় জানা যায়নি।