নিজস্ব প্রতিবেদন : হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা। পশ্চিমবঙ্গের একাধিক জেলা ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আসাম, বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যে। ভূমিকম্পের আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বের হতে দেখা যায় বাসিন্দাদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর আসেনি।
সোমবার রাত ৮টা ৫০ নাগাদ কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলা বীরভূমের একাংশ সহ অন্যান্য একাধিক জেলায়। পাশাপাশি পাটনা, কিশোরগঞ্জ, কাটিহারেও কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল গ্যাংটক বলে জানা যাচ্ছে। এদিনের এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ৫.২। ৭-৮ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন।
Earthquake tremors also felt in parts of Assam, Bihar and West Bengal.
— ANI (@ANI) April 5, 2021
[aaroporuntag]
কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সবথেকে বেশি কম্পন অনুভূত হয় বহুতল বাড়িগুলিতে। যদিও এদিনের এই ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির মতো ঘটনা ঘটেনি।