‘আপুন লিখেগা নেহি’, মাধ্যমিকেও পুষ্পা রাজ! সত্যিই কি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুষ্পা দ্য রাইজ, সিনেমাটি যেদিন থেকে রিলিজ হয়েছে সেই দিন থেকেই তা দখল করে রয়েছে সোশ্যাল মিডিয়া। এই সিনেমার বিভিন্ন সংলাপ, গান সোশ্যাল মিডিয়া জুড়ে নিজের আধিপত্য বিস্তার করেছে। সিনেমার ভাইরাল হওয়া গান এবং সংলাপের মধ্যে আসমুদ্র হিমাচল জনপ্রিয়তা অর্জন করেছে আল্লু অর্জুনের থুতনিতে হাত বোলাতে বোলাতে সেই সংলাপ।

Advertisements

আসমুদ্র হিমাচল এই সংলাপ জনপ্রিয়তা অর্জন করলেও তা বলে তা মাধ্যমিকের খাতায়! এমনি একটি বিষ্ময়কর ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবি করা হচ্ছে, এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন এক পরীক্ষক। যেখানে আরও দাবি করা হচ্ছে, যে পরীক্ষার্থী এমন কৃতিত্ব দেখিয়েছেন সে কিছুই লিখতে পারেনি। তবে জানা যাচ্ছে, এটা সত্যি নয়।

Advertisements

সম্প্রতি যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে বলা হচ্ছে, ‘এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে এমনই এক পরীক্ষার্থীর খাতা এক শিক্ষকের সামনে আসে। যেখানে দেখা যায়, ওই পরীক্ষার্থী সাদা খাতা জমা দিলেও লিখেছে পুষ্পা রাজের নাম আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে সে কিছু লিখতে চায় না। ঠিক যেন এটাই তার ‘সোয়্যাগ’।’

Advertisements

এবার আসা যাক আসল ঘটনায়, ভাইরাল হওয়া সেই উত্তরপত্রে লক্ষ্য করা যাচ্ছে, পরীক্ষার্থী সাদা খাতা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে সে লিখেছে ‘পুষ্পা’, ‘পুষ্পা রাজ’ আর এই সিনেমার সংলাপের নকল করে ‘আপুন লিখেগা নেহি’। আর সেই খাতা লক্ষ্য করলে দেখা যাবে উপরে লেখা আছে ‘Higher Secondary Final Examination 20’। তার উপরে লেখা রয়েছে ‘Additional Sheet’। এবং যে লোগো রয়েছে তা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়। সুতরাং এটা স্পষ্ট, এই খাতা মাধ্যমিকের নয় এবং পশ্চিমবঙ্গের নয়।

এই সকল তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে নিয়ে মজা করার জন্য কেউ এমনটা করেছেন অথবা এটাও হতে পারে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর বাড়তি খাতায় মজা করার জন্য এমনটা করেছেন। তবে এটা স্পষ্ট এই ঘটনা পশ্চিমবঙ্গের নয়।

Advertisements