নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তুলেছেন ‘খেলা হবে’। আর এই ‘খেলা হবে’ স্লোগানই এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য স্লোগানে পরিণত হয়েছে। পাশাপাশি এই স্লোগান ঘিরে তৈরি হয়েছে তৃণমূলের একটি ডিজে গান। যে গানটি বিভিন্ন জায়গায় বাজতে দেখা যাচ্ছে। আর এই গানে নেচেই ভাইরাল হলেন এক বৃদ্ধা।
অনুব্রতর খেলা হবে গানের তালে নাচতে থাকা ঐ বৃদ্ধার একটি ভিডিও জনৈক অন্যয় দে নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আর সেই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই বৃদ্ধা মজেছেন নাচে। আর তার নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা। নাচ দেখে তারাও বেশি উৎসাহিত। নাচ চলাকালীনই এক ব্যক্তিকে আবার ওই বৃদ্ধার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিতে দেখা যায়।
সম্প্রতি ওই বৃদ্ধার ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি অনুব্রত মণ্ডল একাধিক মহিলা সম্মেলনে মহিলাদের মনোরঞ্জনের জন্য এই গান বাজাচ্ছেন। যে গানে অন্যান্য মহিলা কর্মী সমর্থকদের কোমর দোলাতে দেখা যাচ্ছে। যাও কিনা বর্তমানে সংবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
[aaroporuntag]
মহিলা সম্মেলনগুলিতে গানের আয়োজন নিয়ে মুখও খুলতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বাড়ির মহিলারা সারাদিন বাড়িতে রান্না বান্না কাজকর্ম নিয়ে থাকেন। শুধু তাদের দিয়ে মিটিং-মিছিল করাবো এটা হয় না। আর আমাদের বক্তব্য আর কত শুনবেন! সেজন্য তাদের একটু এনজয় দিতে মহিলা সম্মেলনগুলিতে গান বাজনার আয়োজন করেছি।”