আলু থেকে সুন্দরী নারী, মেকওভারের যাদু, অকল্পনীয়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমরা প্রত্যেকেই আলু দেখেছি। এই আলু ছাড়া না চললেও তা কতটা কুৎসিত হয় তাও দেখেছি। আসলে আলুর এই বাইরের চেহারায় ভালো লাগার মতো কিছু নেই-ই। যে কারণে আবার অনেকেই অনেককে আলুর মত চেহারা বলে ঠাট্টা করে থাকেন।

Advertisements

কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কুৎসিত আলু মেকওভারের জাদুতে একটি সুন্দরী নারীতে পরিণত হতে পারে! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি এক মেকআপ আর্টিস্ট তার মেকওভারের জাদুতে এমনটাই করে দেখিয়েছেন। আগাগোড়া একেবারে ওই আলুর ভোল বদলে সুন্দরী নারীর রূপ দেওয়া সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি এই ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখেছেন তাদের অধিকাংশই মন্তব্য করেছেন, এর থেকে ক্রিয়েটিভ ভিডিও তারা আর কখনো দেখেননি। স্বাভাবিক ভাবেই এই ভাবেই কোন কিছুর বদলে দেওয়া যেতে পারে হাতের জাদুতে তা অকল্পনীয়।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, একজন মেকআপ আর্টিস্ট বিউটি প্রোডাক্ট নিয়ে বসে আছেন। তার সামনে রয়েছে একটি কুৎসিত আলু। তারপর মেকআপ বক্স থেকে একে একে ব্রাশ, ফেস পাউডার ইত্যাদির বের করে ওই আলুকে সুন্দরী নারীর রূপ দিয়েছেন।

কুৎসিত ওই আলুর ভোল বদলে সুন্দরী নারীর রূপ দেওয়ার জন্য প্রথমে ওই মেকআপ আর্টিস্টকে লক্ষ্য করা যায় আলুটিকে পরিষ্কার করে নিতে। তারপর বিভিন্ন প্রোডাক্ট দিয়ে সাজিয়ে তুলতে। তারপর একে একে তার উপর ফুটিয়ে তোলে নারীর চোখ, নাক, ঠোঁট ইত্যাদি। এমনকি ওই আলুকে শ্রেষ্ঠ সুন্দরী রূপ দেওয়ার জন্য গালের সূক্ষ্ম দাগও ফুটিয়ে তুলতে দেখা যায়।

Advertisements